দেশের সমস্যার সমাধান করতে হলে আন্দোলন ছাড়া বিকল্প নাই জানিয়ে দলের নেতাকর্মীদের উদ্দেশ্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন,যে যেখানে সুযোগ পান আন্দোলনের সাথে অংশগ্রহণ করতে হবে। রাস্তায় নামতে হবে। মাঠে নামতে পারলেই সরকারের বিদায় হবে।
শুক্রবার ২৬ আগস্ট নয়াপল্টন ভাষানী মিলায়াতনে জাতীয়তাবাদী মোটরচালক দলের ১২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সালাম বলেন, দেশের সমস্যার সমাধান করতে হলে আন্দোলন ছাড়া বিকল্প নাই। আন্দোলন করতে হবে। যে যেখানে সুযোগ পান আন্দোলনের সাথে অংশগ্রহণ করতে হবে। রাস্তায় নামতে হবে। মাঠে নামতে পারলেই সরকারের বিদায় হবে। তাছাড়া সরকারের বিদায় হবে না।
তিনি বলেন, শেখ হাসিনা নিজে তো মিথ্যা কথা বলে সবাইকে মিথ্যাবাদী বানাচ্ছে। সবাইকে ঘুষখোর বানাচ্ছে। এই যে তারা মিথ্যা কথা বলছে এরা একবারও চিন্তা করে না হাশরের ময়দানে তাদের এটা কৈফিয়ত দিতে হবে। এরা আওয়ামী লীগ পুরা দেশটাকে ধ্বংস করে ফেলছে।
পুলিশ এখনো সরকারের পক্ষে আছে তাদের চাকরি বাঁচানোর জন্য যোগ করেন তিনি।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ এর নেতাকর্মীরা তো সুখে আছে। কষ্টে আছি এদেশের সাধারণ জনগণ। তাই জনগণকে আওয়াজ চলতে হবে। তাদের অধিকার ফিরিয়ে নিতে হবে। আর অধিকার দিতে না পারলে ক্ষমতা ছেড়ে চলে যায় এই কথাটা বলতে হবে জনগণ কে।
সালাম বলেন, দেশের যে অবস্থা এই অবস্থায় যদি সুষ্ঠু নির্বাচন হয় আর আওয়ামী লীগের নেতারা ভোট চাওয়ার জন্য কোন বাড়িতে যায়। তাহলে ঝাড়ু দিয়ে পিটাবে না? কারণ আমার পেটে ভাত নাই। চাল ডাল তেল সবকিছুর দাম বাড়িয়েছো আবার ভোটের জন্য এসেছে। এই কথা শুনতে হবে বলে ভোটই নাই। তারা ক্ষমতায় এসেছে এখন পুলিশ আইন-শৃঙ্খলা বাহিনী দিয়ে ক্ষমতায় থাকতে হবে। কারণ ভোট হলে তো তারা জিততে পারবে না। জনগণ তাকে (হাসিনা) ভোট দিবে না সেই কারণে সে পাবলিকের কাছে যেতে চায় না।
সংগঠন এর সভাপতি সেলিম রেজা বাবু সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির সহ বন ও পরিবেশ সম্পাদক কাজী রুনাকুল ইসলাম টিপু,দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।
0 Comments