শ্রীনগরে বিএনপি ও আ’লীগের পাল্টাপাল্টি কর্মসূচীতে হামলার ঘটনা ঘটেছে। আর এ ঘটনায় উভয় গ্রুপের প্রায় ৩০ জন আহত হয়েছে বলে জানা গেছে।
আজ শুক্রবার ২৬ আগষ্ট সকাল সোয়া ১০টার দিকে উপজেলার শ্রীনগর-দোহার আন্তঃ সড়কে এ হামলার ঘটনা ঘটে।
এদিন শ্রীনগর উপজেলা আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ উদ্যোগে জাতীয় শোক দিবস ও ২১ আগষ্ট গ্রেনেট হামলার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি শ্রীনগর বাজার হয়ে কুশুরীপাড়া বাইপাস মোড় এলাকার দিকে যেতে। এসময় বাইপাস এলাকা হয়ে শ্রীনগর উপজেলা বিএনপির একটি মিছিল বের করে। পরে শ্রীনগর বাজারের দিকে উভয়ের মিছিল আসলে আওয়ামী লীগ ও বিএনপি মুখোমুখি অবস্থায় পরে। আর তাতে উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এসময় বিএনপির হামলায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম হোসেন প্রিন্স, যুগ্ম সাধারণ সম্পাদক এসকে সৌরভ, পাটাভোগ ইউনিয়ন ছাত্রলীগ নেতা ইভান শিকদার,ফয়সাল, ভাগ্যকুল ইউনিয়ন ছাত্রলীগ নেতা শিশির আহম্মেদ, সিফাত, কুকুটিয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা শাওন আহম্মেদ, আটপাড়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা মাহিদ শেখ, শ্রীনগর ইউনিয়ন ছাত্রলীগ নেতা আল নাহিয়ান আহত হয়।
অন্যদিকে আ.লীগের হামলায় উপজেলা বিএনপির সদস্য সচিব হাফিজুল ইসলাম খান, মহিলা দলের নেত্রী সেলিনা রিনা, যুবদলের সভাপতি জয়নাল আবেদীন জেমস, যুবদল নেতা মাসুদ রানা, বিএনপি নেতা মামুন আহত হয়।
এদিকে সকাল সাড়ে ১১ টার দিকে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা ঢাকা-মাওয়া মহাসড়কের ছনবাড়ী ফ্লাইওভারের নিচে অবস্থান নেন বলে জানা যায়। তখন তাদেও তোপের মুখে সেখান থেকে বিএনপির নেতা কর্মীরা ফিরে আসে। ফিরিয়ে দেয়। এসময় তারা শ্রীনগরে প্রবেশের চেষ্ঠা করলে আ’লীগ তাতেও বাধা দেয় বলে বিএনপির নেতারা অভিযোগ করেন।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, আমরা দুই গ্রুপের মাঝখানে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য চেষ্ঠা করেছি।
0 Comments