প্রতিবন্ধী ও অসহায় পরিবারদের টাকা লুটেপুটে খাচ্ছে শহিদুল্লাহ্ শহিদ


 

প্রতিবন্ধী কার্ড, বয়স্ক ভাতার কার্ড, বিধবা ভাতার কার্ড, শিশু ভাতার কার্ড ও সরকারি চাকরি দিবে বলে বহু নিরীহ অসহায় মানুষজনের কাছ থেকে টাকা নিয়ে ভুয়া নিয়োগ পত্র দিয়ে চাকরি হয়ে গেছে বলে প্রতারণা করে আসছে প্রতারক শহিদুল্লাহ শহিদ।


এ ঘটনাটি ঘটে ময়মনসিংহের সদর উপজেলার ৪নং পরানগঞ্জ ইউনিয়নের সাতিয়নতলা গ্রামে। এ শহিদুল্লাহ্ শহিদ এ গ্রামেরই স্থায়ী বাসিন্দা। শহিদ গত ইউপি নির্বাচনে সাতিয়নতলা ৫ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে নির্বাচন করে ফেল করে।


স্থানীয় ভাবে খুঁজ নিয়ে জানা যায় সে পরের টাকা আত্মসাৎ করেই জীবীকা নির্বাহ করে। এ ছাড়াও সে রাতারাতি বহু সম্পদের মালিক হয়ে গেছে। ইউপি নির্বাচনে ভোট ক্রয় করারও অভিযোগ পাওয়া গেছে তাঁর নামে। 


স্থানীয় লোকজন বলছে প্রতিবন্ধীদের টাকা আত্মসাৎ করা ঠিক হয়নি। আমরা শুনলাম যে মাসে মাসে সে টাকা উঠিয়ে নিয়ে যায়। ভুক্তভোগী সুমাইয়ার পরিবার বলছে আমরা ময়মনসিংহে সমাজ সেবা অধিদপ্তরের কার্যালয়ে যোগাযোগ করেছি কত তারিখ শহিদ টাকা উঠাইছে তা সংগ্রহ করি। 


উল্লেখযোগ্য প্রমাণসহ পাওয়া যাওয়ার পরেও প্রতিবন্ধীর টাকা দিচ্ছে না। স্থানীয় মেম্বার বলছে আমরা শুনেছি। আর আমাদের কাছে অভিযোগ এসেছে আমরা চেয়ারম্যান আবু হানিফ সরকার সাহেবকে নিয়ে সুরাহা করবো ইনশাআল্লাহ। 


এদিকে ভুক্তভোগী মাহমুদউল্লাহ রিয়াদ বলছে তাঁর কাছ থেকে সরকারি চাকরি দিবে বলে টাকা হাতিয়ে নিছে। এখন চাকরি দেয় না। কিছু টাকা চাপের মুখে পড়ে দিলেও বাকি টাকা আর দেয় না।


শহিদুল্লাহ্ শহিদের বিরুদ্ধে সঠিক তদন্ত করে প্রতারণার মামলা এনে আইনের আওতায় আনার জন্য এলাকাবাসীর জোরদাবী। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বলে জানান এলাকাবাসী।  


এ ঘটনায় শহিদুল্লাহ শহিদের কাছে জানতে তার পোনে বার বার যোগাযোগ করার পরও সে ফোন রিসিভ করেনি। এমনকি তার বাড়ি পর্যন্ত গিয়ে খুঁজ নিলে সে পালিয়ে যায়। এক থেকে দুই ঘন্টা অবস্থান করা হলেও তার কোন খুঁজ মিলেনি।

Post a Comment

0 Comments