২৭ আগষ্ট ঘিরে বন্দরে নেতাদের ব্যাপক প্রস্তুতি



বন্দর প্রতিনিধিঃ-



প্রভাবশালী সাংসদ শামীম ওসমানের ডাকা আগামী ২৭ আগষ্টের সমাবেশকে সফল করার লক্ষে বন্দরে ক্ষমতাসীন দল ও  উপজেলা আওয়ামীলীগের র্শীষ  নেতা ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে। বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান আলহাজ্ব এম এ রশিদ, সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান, সহ সভাপতি ও মদনপুর ইউনিয়ন পরিষদের হেট্রিক বিজয়ী চেয়ারম্যান আলহাজ্ব গাজী এম এ সালাম,  যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, বন্দর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের নেতা এস আই জুয়েল, যুবলীগ নেতা খান মাসুদ, মহানগর সেচ্ছাসেবকলীগ সাবেক সাধারণ সম্পাদক ও নাসিক কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান, মাহবুবুর রহমান কমল, ইব্রাহিম কাশেম, মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রাজু আহমেদ সুজন, যুবলীগ নেতা অহিদুজ্জামান অহিদ, রুহুল আমিন,শাহীন তাহেরী সিনহা, সোহেল রানাসহ আওয়ামী লীগের ত্যাগী নেতারা দীর্ঘদিন পর সমাবেশের ঢাক পেয়ে লোকজন নিয়ে উপস্থিত হয়ে নিজেদের অবস্থান জাহির করতে ইতিমধ্যে একাধিকবার প্রস্তুতি মূলক সভা করেছেন। বন্দর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ নেতা খান মাসুদ, দুলাল প্রধান একাধিক বার প্রস্তুতি মূলক সভা করেছেন। 

সমাবেশকে সফল করাসহ প্রচুর পরিমান নেতাকর্মী সমাগম ঘটাতে বন্দর উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ বন্দরে কলাগাছিয়া, মুছাপুর, ধামগড় ও মদনপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে দফায় দফায় প্রস্তুতি মূলক সভা করেছে ।

 বৃহস্পতিবার (২৫ আগষ্ট) বিকেলে বন্দর প্রেসক্লাবের কর্মরত বিভিন্ন গনমাধ্যম কর্মীদের কাছে বন্দর উপজেলা আওয়ামীলীগের নানা প্রস্তুতি কথা জানিয়েছেন বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ¦ কাজিম উদ্দিন প্রধান, যুগ্ম সম্পাদক সাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক আমির হোসেনযুবলীগ নেতা খান মাসুদ, মহানগর সেচ্ছাসেবকলীগ সাবেক সাধারণ সম্পাদক ও নাসিক কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান, মাহবুবুর রহমান কমল, ইব্রাহিম কাশেম, মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রাজু আহমেদ সুজন, যুবলীগ নেতা অহিদুজ্জামান অহিদ, রুহুল আমিন,শাহীন তাহেরী সিনহা, সোহেল রানা প্রমুখ। 


এ ব্যাপারে বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান আলহাজ্ব এম এ রশিদ  আরো জানান, শামীম ভাইয়ের ডাকা শোকসভাকে সফল করার জন্য উপজেলা আওয়ামীলীগ ও বন্দরে ৫টি ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে দফায় দফায় প্রস্তুতি মুলক সভা করেছি। 


প্রস্তুতি  মূলক সভায় নেতা কর্মীদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। আশা করি আমরা হাজার হাজার নেতাকর্মী নিয়ে শামীম ভাইয়ের ডাকা নারায়ণগঞ্জের বিশাল শোক সভায় আমরা সতস্ফুর্ত ভাবে অংশ গ্রহন করব।


বন্দর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাহাদাত হোসেন জানান, আওয়ামীলীগের দুঃসময়ে যাকে সব সময় পাশে পাই সে হলো আমার প্রান প্রিয় নেতা শামীম ভাই। বিএনপি জামাত চক্র ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালাচ্ছে। সকল অপশক্তি বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমার নেতা একেএম শামীম ওসমান ভাই আমাদেরকে ডাক দিয়েছে। 


বঙ্গবন্ধু আর্দশ গড়া বন্দর উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা  জননেতা একেএম শামীম ওসমানের শোকসভা সফল করার জন্য ওই দিন হাজার হাজার নেতাকর্মী নিয়ে শোকসভা অনুষ্ঠানে যোগদান করবে বলে আশা প্রকাশ করছি। প্রভাবশালী সাংসদ শামীম ওসমানের শোকসভা সফল করার জন্য উপজেলা আওয়ামীলীগ ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে। 

বন্দরে ৫টি ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের সভাপতি ও সাধারন সম্পাদকগনদের সাথে উপজেলা আওয়ামীলীগের নেতাদের দফায় দফায় প্রস্তুতি মূলক সভা করা হয়েছে। 


বন্দর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব এম এ সালাম  জানান, ২৭ আগষ্ট শামীম ভাইয়ের ডাকা শোকসভা সফল করার জন্য উপজেলা আওয়ামীলীগ ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে। বন্দরে ৫টি ইউনিয়নের ৪৫টি ওয়ার্ড থেকে প্রচুর পরিমান আওয়ামীলীগ, যুবলীগ ছাত্রলীগসহ হাজার হাজার নেতাকর্মী সতস্ফুর্ত ভাবে শোকসভা যোগদান করবে। 

সে লক্ষ্যে উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এম.এ রশীদ ভাই ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ¦ কাজিম উদ্দিন প্রধান শামীম ভাইয়ের ডাকা শোক সভাকে সফল কার জন্য নিরলশ ভাবে কাজ করে যাচ্ছেন। 


যুবলীগ নেতা খান মাসুদ  গনমাধ্যমকে জানান, শামীম ওসমান এমপি মানে নারায়নগঞ্জের আওয়ামীলীগের প্রান। শামীম ওসমান ভাই নীরব মানে নারায়নগঞ্জে বিএনপি-জামায়াত ইসলামীর আগ্রাসন। দীর্ঘদিন যাবত নারায়নগঞ্জে তারা বিভিন্ন ভাবে শহরের রাজপথ দখলের চেষ্টা চালাচ্ছে।  এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বাজে মন্তব্য করলেও নারায়নগঞ্জে আওয়ামীলীগের কোন প্রতিবাদ স্বরুপ কোন কিছু করতে দেখা যায়নি।  প্রভাবশালী সাংসদ শামীম ওসমান ভাই হজ্জ পালন করে দেশে ফিরেই রাজপথে নেমেছেন। জেলা ও মহানগরের বিভিন্ন ওর্য়াডে কর্মী সভা করেছেন। কর্মী সভা মানে ঝিমিয়ে পড়া কর্মীদের চাঙ্গা করা।  বন্দর (নাসিক ২২ নং) ওর্য়াডে বসবাসকারী কারা নির্যাতিত এ নেতা আরো বলেন, মহানগরে এর আওতায় বদরে ৯টি ওর্য়াড। ওর্য়াডগুলোর মধ্যে ২২ নং ওর্য়াড একটি গুরুত্বপূর্ণ।  এ ওর্য়াড শুধু নয় বন্দর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওর্য়াড হতে বিশাল কর্মী বাহিনীর একটি মিছিল নিয়ে ২৭ আগস্টের সভায় উপস্থিত হবেন বলে খান মাসুদ জানান। 

বন্দর উপজেলা আওয়ামীলীগের নেতা ও কলাগাছিয়া ইউনিয়ন আ'লীগ সাধারন সম্পাদক ইব্রাহিম কাশেম বলেন, এ সভা নিয়ে আমাদের ব্যাপক প্রস্তুতি আছে।   

কলাগাছিয়া ইউনিয়নে ৯টি ওয়ার্ড। আমরা যদি ৯টি ওয়ার্ড থেকে কমপক্ষে ২শ’ নেতাকর্মী আসলে ৯টি ওয়ার্ড থেকে ১৮’শ নেতাকর্মী বের হবে।

সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান বলেন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে নিয়ে একটা বাজে মন্তব্য করলে কাউকে ছাড় দেয়া হবে না। দেশ রক্ষায় আবার আমরা মাঠে নামবো। আমাদের নেতা শামীম ওসমান এমপি ভাই অপশক্তি ও অগণতান্ত্রিক শক্তি লর বিরুদ্ধে আবার মাঠে নামছেন। ২৭ আগস্ট শোক সভা হতে আমাদের জন্য নতুন বার্তা আসতে পারে বলে সকল নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহবান। 

বিএনপির মহাসিচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক দেশবিরোধি বক্তব্যের সমালোচনা করে  বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর কোন আঘাত এলে লাখো মানুষকে সাথে নিয়ে কঠোরভাবে জবাব দেয়ার ঘোষণা দিয়েছেন শামীম ওসমান ভাই। 

মহানগর সেচ্ছাসেবকলীগ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কমল  দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিহত করতে দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। পাশাপাশি আগামি ২৭ আগস্ট নগরীর ডিআইটি চত্বরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে জনসভার ঘোষণা দিয়ে সবাইকে এখন থেকেই প্রস্তুতি নেয়ার আহবান জানান। প্রভাবশালী সাংসদ শামীম ওসমানের সভা সফল করার লক্ষে নানামুখী প্রস্তুতি চলছে। 

আগামী ২৭ আগষ্টের শোকসভা অনুষ্ঠান সফল করার জন্য উপজেলা আওয়ামীলীগ নেতা এমএ রশীদ ভাই ও কাজিম উদ্দিন ভাইয়ের নেতৃত্বে কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের প্রায় ৫ হাজার নেতা  সমবেত করার জন্য নিরলশ ভাবে কাজ করে আসচ্ছে। 

অপরদিকে মহানগরের আওতায় বন্দরের ৯ টি ওর্য়াড হতে বিপুল পরিমান নেতাকর্মী শোক সমাবেশে উপস্থিত থাকবেন বলে মহানগর ছাত্রলীগ সাবেক সহ সভাপতি ও নাসিক ২৪ নং ওর্যাড ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ সুজন।  আগামী ২৭ আগস্টের সভাকে সফল করতে বন্দরে ক্ষমতাসীন দলের ব্যাপক প্রস্তুতি চলছে।

Post a Comment

0 Comments