জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস- ২০২২ উপলক্ষে শোক র‍্যালী, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান"




সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস- ২০২২ উপলক্ষে শোক র‍্যালী, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী" অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী জনাব ডাঃ দীপু মনি এম.পি মহোদয়  ও বিশেষ অতিথি হিসেবে   চাঁদপুর জেলা  সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মিলন মাহমুদ বিপিএম-বার মহোদয় উপস্থিত ছিলেন।


মাননীয় পুলিশ সুপার মহোদয় জানান- 

জাতীয় শোক দিবসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যসহ সকল শহিদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। জাতির পিতা বঙ্গবন্ধুর জন্ম একটি ইতিহাস। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির জীবন দর্শন নিয়ে আমাদের প্রাত্যহিক আলোচনা করা প্রয়োজন। আমাদের সকলের দায়িত্ব ভবিষ্যৎ প্রজন্মকে  মুক্তিযুদ্ধের চেতনায় জাগ্রত করা, তাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে অবগত করা। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা বাংলাদেশ পুলিশ বাহিনী কখনো খর্ব হতে দিবো না।


এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব আসিফ মহিউদ্দীন পিপিএম’সহ জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments