চর বক্তাবলি গোপালপুর এলাকার বাসিন্দা ইউনুস মিয়ার ছেলে মোঃ ইউসুফ সৃষ্টি আক্তার নামে এক মেয়েকে বিয়ে করে, বিয়েতে দুই লক্ষ টাকা দেন মোহর ধার্য করা হয়।বিয়ের দিন এই টাকা দেওয়ার কথা ছিলো কিন্তু দেননি বলেছেন পরে দিবেন।
সৃষ্টি আক্তার এর বাসা মুন্সিগঞ্জ জেলা মধ্যপারা সিরাজদিখান এইখানে থাকে তার বাবার নাম মৃতঃ আমির হোসেন ও মাতা ফরিদা বেগম। সৃষ্টি আক্তার এর ভাই মোঃ নাসির বলেন আমার বোন কে ইউসুফ পারিবারিক ভাবে বিয়ে করে কাজি অফিসে সেইখানেই দুই লক্ষ টাকা কাবিন করা হয় আমার বোন এর কোন দোষ নেই বিয়ের পর ইউসুফ যৌতুক এর জন্য আমার বোন কে অনেক প্রেশার দেয় আমরা এই টাকা দিতে রাজি হয়নেই এরপর আমার বোন এর উপর অত্যাচার শুরু করে মারধর শুরু করে শারীরিক নির্যাতন করে প্রতিনিয়ত।
প্রভাবশালী মহলের ছত্র ছায়ার ভয় দেখিয়ে বিভিন্ন হুমকি ধামকি দেয়, বিয়ের সময় আমার বোনকে স্বর্ণালঙ্কার আসবাব পত্র সহ ওদের বাসায় দেওয়া হয়। কিন্তু তারা আমার বোনকে আমাদের বাসায় পাঠিয়ে কাবিন এর টাকা না নেওয়ার জন্য বিভিন্ন ভাবে হুমকি দেয়।
প্রভাবশালী ছত্রছায়ায় আমাদের পরিবার কে প্রতিনিয়ত হুমকিধামকি দিয়ে আসছে।
উল্টো আমাদের নামে মিথ্যা মামলার ভয়ভীতি দেখায় ক্ষমতা দেখায় আমরা নিরুপায় হয়ে আছি এখন আমাদের আর্থিক অবস্থা ভালো না যে আমাদের নামে মামলা করলে আমরা লড়াই করতে পারবো। ওই ছেলের ফ্যামিলি এইরকম এই বিয়ে করে এক বছর না যেতেই ডিভোর্স দিয়ে দেয় ওই ছেলের ফ্যামিলি আর্থিক অবস্থা ভালো দেখে ভয়ে কেউ কিছু বলতে পারেনা। আমরা অসহায় পরিবার তাই আপনাদের সাংবাদিকদের মাধ্যমে জানাতে চাই আপনারা জাতির বিবেক আপনাদের লেখনী মাধম্যে ওই ছেলের বিচার যেনো হয় আর কোন মেয়ের সংসার যেনো আমার বোনের মত না ভেঙে যায়।
0 Comments