জাতীয় শোক দিবসে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের উদ্যোগে মিলাদ ও দোয়া



স্টাফ রিপোর্টার:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন এর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (১৫ আগস্ট) নগরীর ১নং রেল গেইটস্থ হোসিয়ারী ক্লাব ভবনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি শেখ নাজমুল আলম সজল বলেন, যে দল যখনই ক্ষমতায় থাকুক বা ভবিষ্যতে ক্ষমতায় আসুক না কেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তাদের অবশ্যই স্মরণ করতে হবে। কারন বঙ্গবন্ধু কারো একার নয়। বঙ্গবন্ধু প্রতিটি বাঙালি জাতির। বঙ্গবন্ধু সকল শ্রেনী পেশার মানুষের।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর শাহাদাত বরণের পর বিগত ৪৭ টি বছরে সবার উপলব্ধি হােয়ছে যে তাঁকে হত্যার মধ্যে দিয়ে বঙালি জাতিকে পিছিয়ে দেয়া হয়েছে৷ স্বাধীনতার চেতনাকে ধ্বংস করার ষড়যন্ত্র হয়েছে৷

মিলাদ ও দোয়া ও মিলাদ মাহফিলে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সহ সভাপতি (জেনারেল) মোঃ কবির হোসেন, সহ সভাপতি (এসোসিয়েট) নাছিম আহমেদ, পরিচালনা পর্ষদের পরিচালক (জেনারেল) আলহাজ্ব মোঃ আতাউর রহমান, বীর মুক্তিযোদ্ধা হাজী আলী আহমেদ শেখ, মোঃ মোজাম্মেল হক, আলহাজ্ব মোঃ আবদুল হাই, আলহাজ্ব মোঃ মনির হোসেন, বৈদ্যনাথ পোদ্দার, মোঃ সাব্বির আহমেদ সাগর, আমিরউল্লাহ রতন, মোঃ সাখাওয়াত হোসেন সুমন, আবুল বাশার বাসেত এবং (এসোসিয়েট)  সাঈদ আহমেদ স্বপন, আলহাজ্ব মোঃ নাছির শেখ, হাজী মোঃ শাহীন হোসেন, আলহাজ্ব মোঃ আতাউর রহমান, আলহাজ্ব মোঃ মিজানুর রহমান।

Post a Comment

0 Comments