শেখ হাসিনার ভারত সফর ঢাকা-দিল্লি সম্পর্ক আরও গভীর হবে।


 






আগামী ৫ সেপ্টেম্বর ৪ দিনের সরকারি সফরে ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিবেশী দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে তিনি এই ভারত সফরে যাচ্ছেন। জানা গেছে, ৬ সেপ্টেম্বর সেখানে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন তিনি। প্রধানমন্ত্রীর ভারত সফরের মধ্যে দিয়ে ঢাকা-দিল্লি সম্পর্ক আরো গভীর হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। সর্বশেষ তিন বছর আগে ২০১৯ সালের ৩ অক্টোবর দিল্লি সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


জানা গেছে, ভারত-বাংলাদেশের মন্ত্রী পর্যায়ের বৈঠকে কুশিয়ারা নদীর পানি নিয়ে সমঝোতা স্মারক বিষয়ক আলোচনা চূড়ান্ত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরে এটি সই হওয়ার কথা রয়েছে।




কূটনীতিকদের মতে, দ্বিপক্ষীয় সহযোগিতা, আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতি, জ্বালানিসহ নিত্যপণ্যের সরবরাহে সৃষ্ট বৈশ্বিক সংকটসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে এ সফরে। কুশিয়ারা নদীর পানি নিয়ে সমঝোতা স্মারক চূড়ান্ত হচ্ছে দু’দেশের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে। সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লী সফরে এটি সই হওয়ার কথা রয়েছে। এছাড়া উভয় পক্ষ বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা সইয়ের প্রস্তুতি নিচ্ছে।


সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৫ সেপ্টেম্বর দিল্লি পৌঁছাবেন। ওইদিন দিল্লির বাংলাদেশ দূতাবাসে ভারতীয় অতিথিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। ৬ সেপ্টেম্বর মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন মেষ করে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন তিনি। ৭ সেপ্টেম্বর ইন্ডিয়ান চেম্বার অব কমার্স আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর আজমীর শরীফে খাজা মঈনুদ্দীন চিশতির মাজার জিয়ারত করবেন। ৮ সেপ্টেম্বর ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বছরের ২৫ মার্চ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে আসেন। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরের আমন্ত্রণ জানান। এরপর গত বছরের ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে আসেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এক বছরের মধ্যেই ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ঢাকা সফরের পর ফিরতি সফর হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি যাচ্ছেন।


গত ১৯ জুন দিল্লিতে বাংলাদেশ ও ভারতের মধ্যে যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠকে শেখ হাসিনার ভারত সফরের বিষয়টি চূড়ান্ত হয়। ২৩ জুন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারত সফরের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।

Post a Comment

0 Comments