বন্দরে কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোয়েব মোহাম্মদ লিটনকে জড়িয়ে প্রকাশিত সংবাদকে মিথ্যা ও ভিত্তিহীন আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছেন বন্দর উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা। গত ১৬ আগষ্ট থানার গকুলদাশেরবাগে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত গনভোজ ও দোয়ার আনুষ্ঠানে "নেতাকর্মীদের নিকট হতে লিটনের চাঁদাবাজি"সংবাদকে এক হাতে নিয়েছেন উপজেলার নেতাকর্মীরা।
এব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সদস্য আবু হাসনাত জনি বলেন, প্রায় ৩ হাজার মানুষের জন্য সেদিন খাবারের আয়োজন করা হয়েছে। আওয়ামীলীগ আমার পরিবার। অনুষ্ঠানটিও ছিলো উপজেলা আওয়ামীলীগের। লিটন ভাই উপজেলা আওয়ামীলীগের কেউ না। তিনি ইউনিয়নে রাজনীতি করেন। তাকে আমরা টাকা দিব কেন?? এই অনুষ্ঠানকে সফল করতে আমরা নিজেরাই আর্থিক ও সার্বিক সহয়তা করেছি মাত্র। এখানে চাঁদাবাজির প্রশ্ন আসে কিভাবে??
মদনপুরস্থ উপজেলা আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান বলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশিদের নেতৃত্বে বন্দর উপজেলা আওয়ামীলীগ অতন্ত্য সুসংগঠিত।ওনি থাকতে দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কাজ হয়নি আর হবেও না। এটা আমাদের আওয়ামীলীগ পরিবারের আয়োজন আমরা বহিরাগত কারো কাছ থেকে দুপয়সা নিয়ে অনুষ্ঠান আয়োজন করি না৷ নিজেদের যা সামর্থ আছে তাই দিয়ে অনুষ্ঠান আয়োজন করেছি। কোন ব্যক্তির একার অনুষ্ঠান নয় এটা।
কলাগাছিয়া হতে বন্দর উপজেলা আওয়ামীলীগের আরেক সদস্য ইসতিয়াক উদ্দিন জারজিস বলেন, আমরা রাজনীতি করি বঙ্গবন্ধুর আদর্শে মানুষের কল্যানের জন্য। এ অনুষ্ঠানটি নিতান্তই আমাদের (বন্দর উপজেলা আওয়ামীলীগের) আমরা কেন অন্য কাউকে টাকা দিব?এসবই মিথ্যা বানোয়াট!! বন্দর আওয়ামীলীগ অন্যায়কে প্রশ্রয় দেয়নি কখনো আর দিবেও না।
সোয়েব মোঃ লিটন বলেন, দেখুন অনুষ্ঠানটি বন্দর উপজেলা আওয়ামীলীগের এর ব্যয়-ভার সম্পূর্ণ তাদের। আমি শুধু একজন কর্মী হিসেবে সেখানে আমন্ত্রিত অতিথি। এখানে কারো থেকে অর্থলেনদেনের অধিকার আমি কিভাবে পাব??সামনে ইউনিয়ন কাউন্সিল ইতিমধ্যে সবাই জানেন কলাগাছিয়া ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক প্রার্থী আমি। এখানে স্পষ্টত বুঝা যাচ্ছে আমাকে কেন এখানে জড়িয়েছে। প্রতিপক্ষ আমার শক্তিশালী সমর্থন দেখে ভয়ে সাংবাদিক ভাইদের মিথ্যা তথ্য দিয়ে আমাকে হেয় করতে চাচ্ছে। যা অতন্ত্য জঘন্য ও দৃষ্টিকটু। আমি তাদের এহেন কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।এবং তাদের বলব আসুন দেশ ও জাতির জন্য কাজ করুন।দলের জন্য কাজ করুন।দলই নির্ধারণ করবে কে কোথায় থাকবে।
0 Comments