নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বাবু চন্দন শীল কে ১৬ই জুনের ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রলীগ নেতা মোঃ ইমতিয়াজ হোসেন (আরান)।




বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বাবু চন্দন শীল কে ১৬ই জুনের ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রলীগ নেতা মোঃ ইমতিয়াজ হোসেন (আরান)।

 

মোঃ ইমতিয়াজ হোসেন আরান গণমাধ্যমকে জানান, ২০০১ সালের ১৬ই জুনে বোমা হামলায় আমার বাবা শহীদ দেলোয়ার হোসেন ভাষানী সহ ২০ জন  শহীদ হোন। সে বোমা হামলায় বাবু চন্দনশীল কাক্কু দুই পা হারিয়েও সততা ও নীতির উপর ভর করে রাজপথে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন।ছোট থেকে দেখে আসছি বাবু চন্দনশীল কাক্কু সবার বাসায় গিয়ে খোজ খবর নেন। তার মত আদর্শিক নেতা আমি দেখি নাই।আমরা অপেক্ষায় ছিলাম কবে ১৬ই জুনের ক্ষতিগ্রস্ত পরিবার মূল্যায়িত হবে।সে অপেক্ষার অবসান ঘটেছে।আজকের এই অর্জন ১৬ই জুনে সকল ক্ষতিগ্রস্ত পরিবারের অর্জন।তিনি আমাদের অনুপ্রেরণা। আজ প্রমাণিত হল আদর্শবান ব্যাক্তিরা পরাজিত হয় না।মাননীয় প্রধানমন্ত্রী ত্যাগী, সৎ ও আদর্শবান নেতাদের মূল্যায়ন করেন।ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ও নারায়ণগঞ্জে প্রাণ পুরুষ জননেতা এ.একে.এম শামীম ওসমান (এম.পি) মহোদয়কে।

Post a Comment

1 Comments