নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নারায়ণগঞ্জের চাষাঢ়া আওয়ামী লীগ কার্যালয়ে শামীম ওসমানকে লক্ষ্য করে ২০০১ সালের ১৬ জুনের বোমা হামলায় দুই পা হারানো চন্দন শীল মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এর আগে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের চাষাঢ়া রাইফেলস ক্লাবে মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি চন্দন শীলের মনোনয়নপত্র জমা উপলক্ষ্যে তার সমর্থনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে নারায়ণগঞ্জের সংসদ সদস্যরা, জেলা ও মহানগর আওয়ামী লীগ, জনপ্রতিনিধিরাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। এরপর সেখান থেকে দলের সবাইকে নিয়ে জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন চন্দন শীল।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মো. বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, সোনারগাঁ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কায়সার হাসনাত, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি সাইফুল্লাহ বাদল,সেক্রেটারি শওকত আলী।
0 Comments