প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬ তম জম্মদিন আনিসুর রহমান দিপুর উদ্যোগে পালন করা হয়



আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর জননেত্রী শেখ হাসিনা যদি বাংলাদেশ আওয়ামী লীগের হাল না ধরতেন তাহলে দেশ এগিয়ে যেত না।


বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এদিন আজমেরী বাগ এলাকায় আনিসুর রহমান দিপুর চেম্বারে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে আইনজীবীরা একে অপরকে কেক খাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করেন। সেই সাথে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন। 


আনিসুর রহমান দিপু বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাঙ্গালী ঐক্যবদ্ধভাবে খুনি জিয়ার সরকার এবং সকল স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রামের পরিপ্রেক্ষিতে আজকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছে। আজকে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল, মেট্রোরেল, পায়রা বন্দর ও রূপপুর পরমানবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণসহ এসকল অর্জনগুলো শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে।


তিনি আরও বলেন, আজকে শুভ জন্মদিনে আমরা কায়মনোবাক্যে মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে প্রার্থনা করি জননেত্রী শেখ হাসিনা দীর্ঘজীবী হোক। জননেত্রী শেখ হাসিনার হাতে যদি বাংলাদেশ থাকে বাংলাদেশ উত্তরাত্তর এগিয়ে যাবে। বাংলাদেশের মানুষ নিরাপদ থাকবে।


এসময় উপস্থিত ছিলেন জেলা সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আনোয়ার হোসেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাবিব আল মুজাহিদ পলু, অ্যাডভোকেট কামরুল ইসলাম, অ্যাডভোকেট জসিম উদ্দিন, অ্যাডভোকেট এমদাদ হোসেন সোহেল, অ্যাডভোকেট আব্দুর রব মোল্লা, অ্যাডভোকেট উত্তম কুমার দাস, অ্যাডভোকেট রুমেল মোল্লা, অ্যাডভোকেট ইখতিয়ার হাবিব সাগর, রাজীব, অ্যাডভোকেট শাহ ইমতিয়াজ আহমেদ রাজীব ও অ্যাডভোকেট মো. নুর হোসেনসহ অন্যান্য আইনজীবীরা।

Post a Comment

0 Comments