মাসদাইর বাজার বুড়ির দোকান মাঠে ১৩ নং ওয়ার্ড মহানগর ছাত্র সমাজের আহবায়ক আফিফ পাঠান রকির সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রধান অতিথি জেলা ছাত্রসমাজ সভাপতি মোঃ শাহাদাত হোসেন রুপু, প্রধান বক্তা মহানগর ছাত্র সমাজের সভাপতি শাহ আলম সবুজ, বিশেষ অথিতি জেলা ছাত্রসমাজ সেক্রেটারি মোঃ রবিউল আউয়াল, বিশেষ অতিথি মহানগর ছাত্রসমাজের সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল উল্লাহ, জেলা ছাত্রসমাজ এর সহ সভাপতি মুরাদ হোসেন মুন্না,জেলা যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত হোসেন সাগর, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান তুহিন,বন্দর উপজেলা সভাপতি নয়ন সরদার,সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ রাজু সদর উপজেলা সাবেক সদস্য সচিব এস,এম,নাফিপুর রহমান,যুগ্ম আহবায়ক আবু সায়েম অনিক,বুবেল হাসান শুভ,জীবন আহমেদ, কবির হোসেন, প্রধান অতিথি মোঃ শাহাদাত হোসেন রুপু বক্তব্যে বলেন ধন্যবাদ জানাই মহানগর এর আওতাধীন ১৩ নং ওয়ার্ড মহানগর ছাত্রসমাজের নেতৃবৃন্দদের এত সুন্দর একটি কর্মি সভার আয়োজন করার জন্য। যদিও কর্মি সভার আসার আগেও আমি ভাবতে পারিনেই এত সুন্দর একটা কর্মি সভা হবে,হয়তোবা মনে করেছি ঘরোয়া একটা পরিবেশে কর্মি সভা হতে পারে। ভালো লাগছে এত গুলো মানুষ এইখানে উপস্থিত হয়েছে আমার মহানগর এর সভাপতি একটা কথা বলেছে এতগুলো লোকদের আনার জন্য একটা টাকাও খরচ করা হয়নেই তারমানে ভালোবাসার টানে এইখানে সবাই উপস্থিত হয়েছে।আর এটাই আমাদের সার্থকতা এটাই ছাত্রসমাজের সৌন্দর্য, জাতীয় ছাত্রসমাজ সামনের রাজনীতিতে বিশ্বাস করে,ভাতৃত্বের রাজনীতিতে বিশ্বাস করে,ঐক্যের রাজনীতিতে বিশ্বাস করে, জাতীয় ছাত্রসমাজ উন্নয়ন এর জাতীয় ছাত্রসমাজ রাজনীতিতে বিশ্বাস করে,প্রয়াত নেতা পল্লিপিতা হুসেইন মুহাম্মদ এরশাদ স্যারের অসমাপ্ত কাজকে সমাপ্ত করার লক্ষ্য নিয়ে আমার নেতা জন নেতা প্রয়াত নেতা আলহাজ্ব নাসিম ওসমান স্যারের অসমাপ্ত কাজকে সমাপ্ত করার লক্ষ্য নিয়ে জননী জনাবা পারভীন ওসমান হাতকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে জাতীয় ছাত্রসমাজ সব সময় কাজ করে যাবে ইনশাআল্লাহ, আজকে পোগ্রাম এ এসে সবচেয়ে ভালো লাগার দিকটি সেই দিকটি হলো শুরুতেই পোগ্রাম শুরু হয়েছে পবিত্র কোরআন তেলায়ত দিয়ে, এবং কোরআন তেলায়তটা আমাদের ১৩ নং ওয়ার্ড মহানগর ছাত্রসমাজের একজন কর্মি করেছে আমাদের কাউকে ভাড়া দিয়ে আনতে হয়নেই।আমি সবাইকে ধন্যবাদ জানাই যদিও আজকে আফিফ পাঠান রকির এবং জুয়েল এর নেতৃত্বে এত সুন্দর একটা পোগ্রাম হয়েছে,এবং মহানগর সভাপতি একটি দাবী করেছে তারপরও বলতে চাই সেই দাবীর পেক্ষিতে একটা সারপ্রাইজ দিতে আমাদের ও তো একটা সারপ্রাইজ দেওয়া উচিৎ, আমরা যারা জেলা মহানগর নেতৃত্বে রাজনীতি করি আমাদের নেতৃত্বে যারা রাজনীতি করে তাদেরকে অবশ্যই সারপ্রাইজ আমাদের দেওয়া উচিৎ,আজকের থেকে ১৩ নং ওয়ার্ড মহানগর আহবায়ক কমিটির এইখানেই বিলুপ্তি ঘোষণা করা হলো, বিলুপ্তি বলতে এই ওয়ার্ড এর কার্যক্রম এইখানেই শেষ, আহবায়ক যে কমিটি ১১ সদস্যদের যে কমিটি সমাপ্ত ঘোষণা করা হলো তাদের কাজ স্থগিত করা হলো যদিও এটা সারপ্রাইজ না, মানে এটা একটা সারপ্রাইজ এর আগের একটা ধরন, সারপ্রাইজটা তখনই আসে যখন যখন এটা আনন্দের সংবাদ তবে এটা দুঃখের সংবাদ আহবায়ক এবং সদস্য সচিব এর জন্য, সভাপতি আফিফ পাঠান রকি এবং সাধারণ সম্পাদক জুয়েল হোসেন কে আজকের থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা করা হলো, এবং এই কমিটি আরও গতিশীল হয়ে কাজ করবে, এই কমিটি ১৩ নং ওয়ার্ড একটি মডেল হিসাবে ২৭ টি ওয়ার্ড এর ভিতরে তাদের মডেল হিসাবে তাদের আত্নপ্রকাশ হবে। আগামীতে যে সব নেতৃবৃন্দ আসবে অবশ্যই সচ্ছতার সাথে তাদের কে রাজনীতিতে ইন করা হবে এবং পুর্নাঙ্গ কমিটির আগামী এক মাসের ভিতরে আমার মহানগর সভাপতির সাথে আলোচনা করে পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হবে,রাজনীতি যেহুতু একটি সু সংবাদ পেয়েছেন তারপরও রাজনীতির ধরন আমরা আসলে রাজনীতি করি মানুষ এর জন্য, আমরা রাজনীতি করি খেটে খাওয়া মজুরের জন্য, আমরা রাজনীতি করি ক্ষমতাত আধিপত্য বিস্তার এর জন্য না,সন্ত্রাস এর বিরুদ্ধে রাজনীতি করি আমরা,চাঁদাবাজ এর বিরুদ্ধে রাজনীতি করি আমরা,আমরা মাদকের বিরুদ্ধে রাজনীতি করি,যেখানে সন্ত্রাস, যেখানে চাঁদবাজ, যেখানে অসৎ কর্ম সেইখানেই থাকবে ছাত্রসমাজের বাঁধা।যেখানে উন্নয়ন সেইখানেই থাকবে ছাত্রসমাজের সহোযোগিতা।আজ থেকে ১৩ নং ওয়ার্ড তাদের নতুন রুপে কার্যক্রম করবে। এবং ১৩ নং ওয়ার্ড একটি শক্তিশালী হিসাবে আমাদের উপহার দিবে।এবং এক মাসের ভিতরে তারা সুন্দর একটি কমিটি আমাদের উপহার দিবে।
0 Comments