স্টাফ রিপোর্টারঃ
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ময়মনসিংহের সদর উপজেলার পরানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য প্রতিনিধি পদে নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সংখ্যা গরিষ্ঠ প্রার্থীরা নির্দিষ্ট তারিখের মধ্যে মনোনয়ন পত্র সংগ্রহ না করায় পুরুষ-মহিলাসহ ৫ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্ধিতায় বিজয়ী হন। নির্বাচিতরা হলেন- সভাপতি পদে
সভাপতি মোঃ গোলাম আব্বাস বাবুল,অভিভাবক সদস্য পদে মোঃআবু বকর সিদ্দিক,মোঃ মফিজুল লইসলাম,মোঃ নজরুল ইসলাম সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য মোছাঃ হনুফা খাতুন,সাধারণ শিক্ষক সদস্য পদে মোঃ শামছুল হক চৌধুরী,
কাজল চন্দ্র ঘোষ,সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য
জোসনা বেগম। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মত অতিরিক্ত প্রার্থী না থাকায় নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার নারায়ন চন্দ্র দাস উক্ত ফলাফল ঘোষণা করেন।
প্রধান শিক্ষক খাইরুল আলম জানান-পরানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য প্রতিনিধি পদে নির্বাচনের জন্য গত ৩০ শে আগস্ট হইতে ১লা সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন অফিস চলাকালীন সময় পর্যন্ত,৪সেপ্টেম্বর বাছাই, আপিলের শেষ তারিখ ৫সেপ্টেম্বর,৬সেপ্টেম্বর আপিল নিষ্পত্তির শেষ তারিখ, মনোনয়ন পত্র প্রত্যাহার ও বৈধ তালিকা প্রকাশের তারিখ দেওয়া হয় ৭সেপ্টেম্বর ও গত ১৮সেপ্টেম্বর ভোট গ্রহণের তারিখ ধার্য্য করা হলে নির্দিষ্ট তারিখের মাঝে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীগণ ছাড়া অন্য কোন প্রার্থীরা মনোনয়ন পত্র সংগ্রহ করেননি। এতে প্রতিদ্বন্দ্বিতা করার মত কোন প্রার্থী না থাকায় মোঃ গোলাম আব্বাস বাবুল,অভিভাবক সদস্য পদে মোঃআবু বকর সিদ্দিক,মোঃ মফিজুল লইসলাম,মোঃ নজরুল ইসলাম সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য মোছাঃ হনুফা খাতুনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার। এ সময় উপস্থিত ছিলেন-পরাণগঞ্জ উচ্চ বিদ্যালয়ের জমিদাতা কফিল উদ্দিন সরকার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইরুল আলম সহ সকল শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।
এদিকে পরাণগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও অভিভাবক সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করায় বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের অভিভাবক, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক,
শিক্ষিকাসহ স্থানীয় এলাকাবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন মোঃ গোলাম আব্বাস বাবুল,অভিভাবক সদস্য পদে মোঃআবু বকর সিদ্দিক,মোঃ মফিজুল লইসলাম,মোঃ নজরুল ইসলাম সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য মোছাঃ হনুফা খাতুন। এসময় বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নে অভিভাবক মহলসহ স্থানীয় সর্বস্তরের জনতার সার্বিক সহযোগীতাও প্রত্যাশা করেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সদস্যরা।
0 Comments