সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রফতানির অনুমতি পেয়ে খুশি বরিশালের ব্যবসায়ীরা। ইতোমধ্যে বরিশাল থেকে ১৭ টন ইলিশ পাঠানো হয়েছে ভারতে।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল মৎস্য আড়তদার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিরব হোসেন টুটুল বলেন, ‘প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় এ নিয়ে একটানা চার বছর ধরে ভারতে ইলিশ রফতানি করছে বাংলাদেশ। বরিশালের চারজন মৎস্য ব্যবসায়ী ইলিশ পাঠানোর অনুমতি পেয়েছে। গত সোমবার প্রথম চালানে সাত টন ও মঙ্গলবার দ্বিতীয় চালানে আরো দশ টন ইলিশ পাঠানো হয়েছে।’
বরিশালের বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার শ্রমিকের মধ্যে কর্মব্যস্ততা বেড়েছে জানিয়ে টুটুল বলেন, ‘বর্তমানে ভারতের বাজারে ভারতীয় জেলেদের ইলিশের চাপ রয়েছে। তারপরও স্বাদ ও আকারের কারণে আমাদের দেশের ইলিশের দাম ভালো পাওয়া যাবে।’
বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা মো: আসাদুজ্জামান বলেন, সরকারের নানা উদ্যোগের কারণে আজ দেশে ইলিশের উৎপাদন বেড়েছে। মৎস্য অধিদফতর প্রতিনিয়ত ইলিশের ওপর কাজ করে যাচ্ছে। এর সুফল জেলে থেকে ভোক্তা পর্যায়ে পাওয়া যাচ্ছে। আর দেশ থেকে ইলিশ রফতানির কারণে জেলে থেকে শুরু করে ব্যবসায়ী পর্যন্ত সবাই লাভবান হবেন বলে মনে করেন তিনি।
সূত্রঃ দৈনিক নয়া দিগন্ত
0 Comments