বছর ঘুরে আবারও আগমন ঘটবে শারদীয় দুর্গাপূজা, এ উপলক্ষে ১ নং পুলিশ ফাঁড়ি এলাকার ৩৬ টি মন্ডবে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, রং তুলির আঁচড়ে দেবী দুর্গাকে সাজানো প্রায় শেষের দিকে, একই সঙ্গে চলছে আলোকসজ্জার কাজও।
এ বিষয়ে জানতে চাইলে ১ নং পুলিশ ফাঁড়ি ইনচার্জ জানান, ময়মনসিংহের সুযোগ্য জেলা পুলিশ সুপার - মাসুম আহম্মেদ ভূঞা (পিপিএম-সেবা) এর নির্দেশে, কোতোয়ালী মডেল থানা ইনচার্জ - শাহ কামাল আকন্দ (পিপিএম বার) এর দিক নির্দেশনায়, ১নং পুলিশ ফাঁড়ির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তা দিতে প্রস্তুত, এবছর ফাঁড়ি এলাকায় মোট ৩৬ টি পূজামণ্ডবে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
প্রায় প্রতিটি মণ্ডপেই থাকছে সিসি ক্যামেরা সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পূজামণ্ডব গুলোতে থাকবে পুলিশের কঠোর নজরদারির ব্যবস্থা, এছাড়াও মণ্ডবে গ্রাম পুলিশ ও আনসার সদস্যদের মোতায়েন করা হবে, শুধু তাই নয় পূজামণ্ডবে কেউ নাশকতা করার চেষ্টা করলে নাশকতাকারী যতই প্রভাবশালী হোক না কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
0 Comments