খেলাধুলার পাশাপাশি যুবসমাজকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে --- কাজী লিটু



আজ কাইকারটেক নবাব হাবিবউল্লাহ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কাফুরদী যুবসমাজের আয়োজনে ""টিভি কাপ'"

ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। 

খেলা শেষে পুরস্কার বিতরণ কালে, কাইকারটেক এলাকার কৃতি সন্তান, নারায়ণগঞ্জ জেলা জাতীয় যুব সংহতির যুগ্ম আহ্বায়ক ও  সোনারগাঁও উপজেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক কাজী নাজমুল ইসলাম লিটু বলেন, টুর্নামেন্ট আয়োজক এলাকার যুব সমাজের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ রইলো কারণ,যেখানে কিছু অসাধু অর্থ লোভী মানুষ  মাদক বিক্রি করে এবং বিক্রেতাদের শেল্টার দিয়ে দেশের যুবক, তরুন প্রজন্মকে ধ্বংস লিপ্ত সেসময় তোমরা এরকম আয়োজন করে যুবকদের খেলার মাঠে ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত রেখেছো। 


তিনি আরো বলেন খেলাধুলার পাশাপাশি যুবসমাজকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং সুন্দর একটা পৃথিবী আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যে রেখে যেতে একযোগে কাজ করতে হবে। 


এ-সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াহিদ প্রধান, মানিক মিয়া মেম্বার, নাসিমা আক্তার মেম্বার, রক্সি,সাইদুর রহমান বাবু, সেজান,হৃদয়, সানি,জহিরুল, রায়হান, ফাহিম, দিপু,সিনাথ,সাকিব সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 


৫০ মিনিটের খেলায় কাফুরদী ইয়াং স্টার ক্লাব ভৈরবদী ভয়েস ক্লাবকে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

Post a Comment

0 Comments