র‍্যাব ১১, নারায়ণগঞ্জ কর্তক কিশার গ্যাং “সুমন গ্রুপ”এর প্রধান সুমন সহ ৪ সদস্য দশীয় অস্ত্রসহ গ্রফতার





র‍্যাব প্রতিষ্ঠালগ থক সমাজর বিভিন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদর গ্রফতারসহ আইনশখলার সামগ্রিক উনয়ন নিরলসভাব কাজ কর যাছ। বিভিন অপরাধীদর গ্রফতার কর আইনর আওতায় আনার জন্য র‍্যাব ফার্সস নিয়মিত অভিযান পরিচালনা কর থাক। র‍্যাব-১১ এর দায়িত্বপূর্ণ এলাকায় মাদক, চঁাদাবাজি, ডাকাতি ও স্ত্রাসী কর্মকান্ড দমনর লক্ষ্য র‍্যাব অত্যÍ পশাদারিত্বর সাথ জড়িত ব্যক্তিদর গ্রফতার ও আইনর আওতায় আনার জন্য র‍্যাব ফার্সস নিয়মিত স্ত্রাস বিরাধী অভিযান পরিচালনা কর থাক।



 এরই ধারাবাহিকতায় গোপন তথ্যর ভিত্তিত র‍্যাব-১১ এর একটি আভিযানিক দল গত ২৬ অক্টাবর ২০২২ খ্রিষ্টাব্দ দিবাগত রাত নারায়ণগঞ্জ জলার সানারগঁা থানাধীন কঁাচপুর এলাকায় একটি বিশষ অভিযান পরিচালনা কর। উক্ত অভিযান জনমন ত্রাস ও ভয়ভীতি সষ্টিকারী দুর্ধর্র্ষ কিশার গ্যাং “সুমন গ্রুপ” এর প্রধান ১। মাঃ সুমন হাসান (২১), পিতা মাঃ হায়দার, সাং- লক্ষীপুর পাশারীহাট, থানা-আটায়ারী, জলা-পঞ্চগড়, ২। মাঃ জিতু (২৪), পিতা মত মাসুদ, সাং- সনপাড়া, থানা- সোনারগাঁ জেলা- নারায়ণগঞ্জ;  ৩। মাঃ এমরান হাসন (২০), পিতা- মাহাম্মদ হাসন, সাং- ধাননধুল, পাঃ ব্রাহ্মনপাড়া, থানা-ব্রাহ্মনপাড়া, জলা-কুমিল্লা ৪। মাঃ আলা-আমিন হাসন বাধন (২০), পিতা- সরায়ার উদ্দীন, সাং- দক্ষিন উড়িয়া, থানা- ফুলছড়ি, জলা- গাইবান্ধা’দর দশীয় অস্ত্রসহ হাত নাত গ্রফতার করা হয়। গ্রফতারর পর তাদর তল্লাশি কর ০৩ টি ছারা, ০১ টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। গ্রফতারকতরা নিজদরক কিশার গ্যাং “সুমন গ্রুপ” এর সদস্য বল পরিচয় দিয় থাক।

গ্রেফতারকতদর জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধান জানা যায় য, তারা সবাই দুষ্তিকারী ও কিশার গ্যাং এর সক্রিয় সদস্য। গ্রফতারকত আসামীরা পরস্পর যাগসাজস তাদর প্রতিপক্ষ কিশার গ্যাং এর সদস্যদর ঘায়ল করার জন্য শক্তির মহড়া ও দাপট প্রদর্শন করার জন্য সানারগঁা থানাধীন কাঁচপুর সাকিনস্ কারিনা টাওয়ার-এর ৫ম তলায় ছারা, সুইচ গিয়ার চাকুসহ একত্রিত হয়ছিল। তারা দীর্ঘদিন যাবৎ রাস্তা ঘাট পরিকল্পিতভাব দলবদ্ধ হয় সংঘাত সষ্টি ও জনমন অস্ত্রর ভয়ভীতি দখিয় এলাকায় ত্রাস সষ্টি কর আসছিল। তারা একটি গ্রুপে সংঘবদ্ধ হয় বিভিন সময় কাচঁপুর ও এর আশপাশর এলাকায় দীর্ঘদিন ধর ভয়ভীতি বা ত্রাস সষ্টি কর বিশখলা বা অরাজকতা সষ্টি কর আসছ। হাল আমল বিভিন পত্র পত্রিকায় ও মিডিয়ায় নারায়ণগঞ্জ এলাকার কিশার গ্যাং “সুমন গ্রুপ” এর দৌরাত্ম নিয়ে নানাবিধ খবর প্রচার ও লোখালেখি হয়। এরই প্রেক্ষিতে র‍্যাব ১১, সিপিএসসি এর গোয়েন্দা টীম এই ব্যাপারে যথাযথ গুরুত্বের সঙ্গে ছায়া তদন্ত শুরু করে এবং সুনির্দিষ্ট তথ্য এর ভিত্তিতে কিশোর গ্যাং সুমন গ্রুপ এর সদস্যদের সকল আলামত সহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।

কিশোর গ্যাং প্রধান মাঃ সুমন হাসান (২১) এর বিরুদ্ধ ইতিপূর্ব ডিএমপি, ঢাকা এর ওয়ারী থানায় ০১টি মাদক মামলা রয়েছ। 

গ্রফতারকতদর বিরুদ্ধ নারায়ণগঞ্জর সোনারগাঁ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে উল্লেখ করেন।

Post a Comment

0 Comments