রাশিয়া এখনই পারমানবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত না থাকলেও রুশ কর্মকর্তারা তাদের জনগণকে পারমানবিক যুদ্ধের জন্য প্রস্তুত করছে। বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কি।
রাশিয়ার স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার (৭ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া সাক্ষাতকারে তিনি এ কথা বলেন। এ সময় তিনি রাশিয়ার ওপর হামলা চালানোর আহ্বান জানানোর বিষয়টিও অস্বীকার করেন।
বিবিসিকে জেলেনস্কি ইংরেজিতে বলেন, রুশ কর্মকর্তারা তাদের সমাজকে প্রস্তুত করতে শুরু করেছে। এটা খুবই ভয়ানক ব্যাপার।
জেলেনস্কি বলেন, রাশিয়ার ক্ষমতায় থাকা লোকজনও জীবনকে পছন্দ করেন। সেই হিসাবে তিনি মনে করেন, পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি ততটা সুনির্দিষ্ট নয়, যেমনটি কিছু বিশেষজ্ঞও বলেছেন। কারণ, তারা জানে এটা ব্যবহার করে ফেলার পর পিছু হটার সুযোগ নেই।
এদিকে বৃহস্পতিবার (৬ অক্টোবর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের পর বিশ্ব প্রথমবারের মতো মানবসভ্যতা-বিধ্বংসী পারমাণবিক যুদ্ধের ঝুঁকিতে (আরমাগেডন) পড়েছে। এর কয়েক ঘণ্টা পর বিবিসি জেলেনস্কির এই সাক্ষাৎকার নেয়।
জেলেনস্কি বলেন, রাশিয়ার হুমকি ‘গোটা বিশ্বের জন্য ঝুঁকির’। এজন্য বিশ্বকে এখনই এর প্রতিবাদ করা প্রয়োজন। তিনি দাবি করেন, জাপোরিঝঝিয়া পারমাণবিক কেন্দ্র দখলের মধ্য দিয়ে মস্কো এ পথে ‘ইতিমধ্যে এক ধাপ এগিয়েছে’।
ইউরোপের সর্ববৃহৎ এই পারমাণবিক কেন্দ্রকে রাশিয়ার মালিকানায় নেয়ার চেষ্টার করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জেলেনস্কি বলেন, সেখানে প্রায় ৫০০ রুশ সেনা রয়েছেন। যদিও ইউক্রেনীয় কর্মীরাই এখনো সেটি পরিচালনা করছেন।
0 Comments