আগামী ১৯ নভেম্বর সিলেট বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে মৌলভীবাজার জেলায় প্রচার মিছিল ও লিফলেট বিতরণ করার সময় জেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার, নভেম্বর ১৩, ২০২২, দুপুরের শহরের চৌমহনা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটক নেতাকর্মীরা হলেন মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক তাজু চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন ও মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সাব্বির আহমদ, বিএনপি কর্মী শাকিল মিয়া।
এই ঘটনার পর আজ বেলা আড়াইটার দিকে সিলেট মহানগর বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে একটি বিবৃতি পাঠানো হয়েছে।
বিএনপির বিবৃতিতে বলা হয়, সরকার সারা দেশে বিএনপির সমাবেশে জনসম্পৃক্ততা দেখে দিশাহারা হয়ে গেছে। তাই সমাবেশকে সামনে রেখে দেশের অন্যান্য এলাকার মতো সিলেটেও ধরপাকড় শুরু করেছে পুলিশ। তবে কোনো ষড়যন্ত্রই ১৯ নভেম্বর সিলেটের গণসমাবেশকে আটকাতে পারবে না। জনগণ সব অপকর্মের দাঁতভাঙা জবাব দেবে।
বিবৃতির বিষয়ে মিফতাহ সিদ্দিকী প্রথম আলোকে বলেন, আজ দুপুর ১২টার দিকে মৌলভীবাজার শহরে প্রচারমিছিল থেকে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতাদের পুলিশ আটক করেছে। এ ছাড়া বিভিন্ন স্থানে পুলিশ নেতা-কর্মীদের প্রচারমিছিলে বাধা দিচ্ছে। এটি দুঃখজনক।
0 Comments