দিন যত যাচ্ছে বিশ্বকাপ নিয়ে ততই বাড়ছে ফুটবল প্রেমীদের উন্মাদনা। ব্যানার-ফেস্টুন আর পতাকায় সয়লাব পাড়া-মহল্লা। চায়ের দোকান কিংবা আড্ডাস্থলে চলছে আলোচনা, তর্ক। অনেক সময় তর্ক-বিতর্ক থেকে মারামুখি অবস্থানে চলে যায় সমর্থকরা।
তবে ব্রাজিল ও আর্জেন্টিনার ভক্ত দুই ভাইয়ের সৌহার্দ্যপূর্ণ অবস্থান দেখা গেছে নারায়ণগঞ্জের চাষাঢ়ায়। সেখানে সড়কের পাশে পাশাাশি রয়েছে তাদের জুসের দোকান। নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে টানানো ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকা দৃষ্টি আকর্ষণ করছে পথচারীদের।
ওই দুই সহোদরের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের বাড়িতেও লাগানো হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকা। সন্তানদের জন্য কেনা হয়েছে জার্সি। বাড়িতে কিংবা দোকানে ফুটবল বিশ্বকাপ উপভোগ করেন তারা। কিন্তু কখনও খেলা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়নি। এক দল খেলায় হারলে আরেক ভাই জানান সমবেদনা। জয়ে ফের উল্লাস করেন এক সঙ্গে।
আর্জেন্টিনার সমর্থক বিল্লাল হোসেন বলেন, ‘ফুটবল বোঝার পর থেকে আমার প্রিয় দল আর্জেন্টিনা। সেই থেকে এই দলই সমর্থন করে যাচ্ছি। দুই ভাই এক সঙ্গে বিশ্বকাপ উপভোগ করি। কখনও সমর্থন নিয়ে ঝগড়া হয়নি। আমার স্ত্রী সন্তান আর্জেন্টিনার সমর্থক। আর ছোট ভাইয়ের পরিবার ব্রাজিলের সমর্থক। ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে ঝগড়ার কিছুই নেই। সবাই এক সঙ্গে খেলা উপভোগ করাই মূল বিষয়। মেসি এবার আর্জেন্টিনার জয় ছিনিয়ে আনবে নিশ্চিত।’
ব্রাজিলের সমর্থক মো. সোহাগ বলেন, ‘আমার প্রিয় দল ব্রাজিল ও বড় ভাইয়ের প্রিয় দল আর্জেন্টিনা। বড় ভাই বিল্লাল আমাকে ব্রাজিলের পতাকা টানাতে সহযোগিতা করেছেন। তিনিই পতাকা লাগিয়ে দিয়েছেন। বিশ্বকাপ নিয়ে আমাদের কোনো বিভাজন নেই। আমাদের মাঝে কখনো আন্তরিকতার অভাব হয়নি। দুই ভাই মিলে বিশ্বকাপ উপভোগ করতে চাই।‘
0 Comments