নিখোঁজের পর সিদ্ধিরগঞ্জে বুয়েট ছাত্র ও বন্দরে ভ্যানচালকের লাশ উদ্ধার


নিখোঁজের তিনদিন পর শীতলক্ষ্যায় মিললো বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ (২৪) মরদেহ। অপরদিকে জেলার বন্দর উপজেলায় মাসুম (৩৫) নামে এক ভ্যানচালকের লাশ উদ্ধার হয়েছে।

বন্দরে মাসুম (৩৫) ভ্যানচালকের লাশ উদ্ধার। অপরদিকে নিখোঁজের তিনদিন পর বন্দর উপজেলায় মাসুম (৩৫) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ নভেম্বর) সকালে বন্দরের পুরাতন কবরস্থান গণপাড়া বিল এলাকার ডোবা থেকে মাসুম (৩৫ মরদেহ উদ্ধার করা হয়। নিহত মাসুমের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। একই সঙ্গে তার নাড়ি ভুঁড়ি বের হয়ে গেছে। মাসুম বাগেরহাট জেলার মো. সিকান্দার মিয়া ছেলে। এখানে বন্দর চিতাশাল আল আমিন বাড়িতে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। বন্দর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, "গত তিন দিন ধরে তাকে পরিবারের সদস্যরা খুঁজে পাচ্ছিল না। সোমবার (৭ নভেম্বর) সকালে তার ছেলেসহ স্বজনরা পুরাতন বন্দর গণপাড়া বিলে তার মরদেহের সন্ধান পান। এরপর পুলিশকে জানালে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।" সিদ্ধিরগঞ্জে বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ (২৪) এর লাশ উদ্ধার। এদিকে সিদ্ধিরগঞ্জে ফারদিন নূর পরশ (২৪) নামে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার বিকেলে সিদ্ধিরগঞ্জের বনানীঘাট সংলগ্ন শীতলক্ষ্যা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ফারদিন নূর পরশ নারায়ণগঞ্জের দেউলপাড়া কুতুবপুরের নয়ামাটি এলাকার কাজী নুরুদ্দীন রানার ছেলে। তবে তারা বর্তমানে ঢাকার ডেমরার শান্তিবাগ কোনাপাড়া এলাকায় বসবাস করেন। পরশ বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিক বলেন, বিকেলের দিকে শীতলক্ষ্যা নদীতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ ভাসতে দেখে আমরা নারায়ণগঞ্জ নৌ-পুলিশকে জানাই। পরে নৌ-পুলিশ নদী থেকে মরদেহ তুলে আইনি ব্যবস্থা নিতে নিয়ে যায়। পরবর্তীকালে ওই মরদেহের পরিচয় পাওয়া যায়। তিনি আরও বলেন, "নিহত ফারদিন নূর পরশ গত ৪ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন। এর পর তার বাবা কাজী নুরুদ্দিন ৫ নভেম্বর রামপুরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।" নারায়ণগঞ্জ নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, "মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।"

Post a Comment

0 Comments