নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল কমিটি বিলুপ্ত ঘোষণা করার ফলে শিগগিরই ঘোষনা আসতে পারে জেলা ছাত্রদলের নতুন কমিটি। জেলা ছাত্রদলের নতুন কমিটির খবরে পদপ্রত্যাশী নেতাকর্মীরা দৌড়ঝাঁপ করছেন
তাঁরা লবিং-তদবিরে ব্যস্ত সময় পার করছেন। নতুন কমিটিতে পদ পেতে যে যার সামর্থ মতো জোর লবিং শুরু করেছেন। মাঠের ডিমান্ড অনুযায়ী নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি হবে,
তথ্য মতে, কেন্দ্র থেকে যে কোন সময় জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা হতে পারে। ছাত্রদলকে গতিশীল করতে তরুণ নেতৃত্বের হাতে তুলে দেয়া হবে নারায়ণগঞ্জ ছাত্রদলের দায়িত্ব। নতুন কমিটিতে চমক থাকবে বলে নিশ্চিত করেছেন দলটির একাধিক সূত্র
তবে তৃণমূল নেতাকর্মীদের দাবী মাঠের রাজনীতিতে যারা থাকেন। বিগত দিনে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে একাধিক মামলা আসামি হয়েছেন। সংগঠন করতে গিয়ে বিভিন্ন ভাবে যারা হামলা নির্যাতনের শিকার হয়েছেন তাদের নিয়েই যেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়,
এদিকে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটিতে সভাপতি পদে সদ্য বিলুপ্ত কমিটির সহ-সভাপতি সাগর সিদ্দিকী, সুলতান মাহমুদ, আড়াইহাজার উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জোবায়ের আহম্মেদ জিকু, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাহিদ হাসান ভূইয়া, ফতুল্লা থানা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান দোলন, সোনারগাঁও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাকারিয়া ভূঁইয়া প্রার্থী হয়েছেন
এছাড়াও আলোচনায় আছেন জেলা ছাত্রদলের সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম সরকার, যুগ্ম সম্পাদক জুবায়ের আহমেদ জাবেদ, আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোবারক হোসাইনসহ বেশ কয়েকজন,
পারিবারিকভাবে বিএনপির রাজনীতির সাথে জড়িত এই ছাত্রদলের নেতারা বিগত আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তার বিরুদ্ধে রয়েছে একাধিক রাজনৈতিক মামলাও, কখনো ব্যক্তি স্বার্থে রাজনীতি করেননি। দলের ডাকে রাজপথে থেকেছেন,
তারা সকলেই চাইছেন জেলা ছাত্রদলের শীর্ষ পদ, এরইমধ্যে আগ্রহীদের রাজনৈতিক কর্মকান্ড সম্পর্কে খোঁজ খবর নিতে শুরু করেছে কেন্দ্র, প্রার্থীদের কাছ থেকে চাওয়া হয়েছিলো রাজনৈতিক প্রোফাইল। ইতিমধ্যেই কেউ কেউ জমা দিয়েছেন নিজ নিজ প্রোফাইল,
সূত্র জানায়, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি পদে যে ক’জন নেতার নাম উঠে এসেছে, তাদের মধ্যে এগিয়ে আছেন জেলা ছাত্রদলের সদ্য বিলুপ্ত কমিটির সহ-সভাপতি সাগর সিদ্দিকী। তবে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা আসছে পারে সুপার ফাইভ-সুপার সেভেন। এই সুপার ফাইভ ও সুপার সেভেনে নিজেদের স্থান পেতে যার যার মতো করে লবিং করছেন সম্ভব্য প্রার্থীরা,
জানা গেছে, মঙ্গলবার ১৫ নভেম্বর হঠাৎ করে রাতে নারায়নগঞ্জ জেলা ছাত্রদল কমিটি বিলুপ্ত ঘোষনা করেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়,
এর আগে ২০১৮ সালের ৫ জুন মশিউর রহমান রনিকে সভাপতি ও খাইরুল ইসলাম সজীবকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট জেলা ছাত্রদলের অংশিক কমিটি ঘোষণা করেন তৎকালীন কেন্দ্রীয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন অর রশিদ মামুন ও সাধারন সম্পাদক আকরামুল হাসান,
পরবর্তী দীর্ঘ প্রায় চার বছর পর গত ৩০ মার্চ আরিফুর রহমান মানিককে ভারপ্রাপ্ত সভাপতি ও খাইরুল ইসলাম সজীবকে সাধারণ সম্পাদক করে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের ৫৯২ সদস্য বিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন তাৎকালীন ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল,
0 Comments