ঘারমোড়ার অগ্নিকাণ্ডে ৩ পরিবারের ঘর নির্মাণ করবে সালামতউল্লাহ রিসার্চ ফাউন্ডেশন



বন্দরের ঘারমোড়ায় অগ্নিকান্ডে পুড়ে যাওয়া ৩টি ঘর নতুন করে নির্মান করার উদ্যোগ নিয়েছে সালামত উল্লাহ রিসার্চ ফাউন্ডেশন। সোমবার ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব হাসান আহম্মেদ খোকন ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে এ ঘোষণা দেয়। তার নিজ অর্থায়নে ৩টি টিনের ঘর  নির্মাণ কাজের ব্যয় ধরা হয়েছে প্রায় ৩লাখ টাকা।যার সময়সীমা মঙ্গলবার সকাল থেকে ১০ দিন।  হাসান আহমেদ খোকন বলেন, আমি চাই সমাজের সবাই ভালো থাকুক।প্রতিটি মানুষই সুন্দর ও সুখে জীবন-যাপন করুক আমি সবসময় এ প্রত্যাশা করি। ঘারমোড়ায় আগুনে পুড়ে এ অসহায় পরিবারগুলো অপূরনীয় ক্ষতির সম্মুখীন হয়েছে।তাদের তিল তিল করে গড়া সাজানো গৃহ এক নিমিষেই ভস্মীভূত হয়ে গেছে।যা আমাদের হৃদয়কে ব্যথিত করেছে। তাই আমি এদিক সেদিক না ভেবে এই অসহার গৃহহারা মানুষের দিকে তাকিয়ে আমার ফাউন্ডেশনের মাধ্যমে ক্ষুদ্র এ উদ্যোগ নিয়েছি।আমি আশা করি আমার এ কাজে তাদের কম হলেও স্বস্থি ফিরবে।

প্রসঙ্গত,গত শুক্রবার রাতে রান্নাঘরের শুকনো পাতা থেকে আগুন লেগে ঘারমোড়ার ৩টি ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ।  এতে ঘরের প্রায় অধিকাংশ আসবাবপত্র ভস্মীভূত হয়ে যায়। এঘটনায় ১জন আহতসহ প্রায় ৬লক্ষাধিক টাকার মালামাল ক্ষতিগ্রস্থ হয়।

Post a Comment

0 Comments