জেলা বি এন পির কর্মসুচিতে ভিপি কবির কে দেখে অবাক যুবদল এর নেতাকর্মীরা।




জেলা যুবদলের বিগত দিনের আন্দোলনের সংগ্রামে দেখা যায়নেই ভিপি কবির কে হঠাৎ করে জেলা বি,এন,পির বিক্ষোভ কর্মসুচিতে জেলা যুবদলের ব্যানারে ভিপি কবির কে দেখে হতবাক যুবদলের নেতাকর্মীরা। 


 আড়াইহাজার এর বাসিন্দা ভিপি কবির কিন্তু হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে পদ নিলেন বানিজ্যিক ভাবে জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসাবে।

 

 সেইখানে অনেক ত্যাগী নেতৃবৃন্দ ছিলো কিন্তু তারা সেই পদ পাননেই। জেলা যুবদলের আহবায়ক গোলাম ফারুক খোকন সদস্য সচিব রনির নেতৃত্বে যখন প্রতিটি আন্দোলনের সংগ্রামে সক্রিয় ভাবে রাজপথে ছিলো তখন এই ভিপি কবির কে খুজে পাওয়া যায়নেই।

 

আর যখন এই জেলা যুবদলের আহবায়ক গোলাম ফারুক খোকন জেলা বি,এন,পির সদস্য সচিব হলেন তখনই ভিপি কবির জেলা যুবদলের ব্যানারে নিজেকে হাজিরা দিলেন। 


যারা রাজপথে থেকে আন্দোলন  সংগ্রাম করে মামলা হামলা খেয়েও বঞ্চিত হয় আর ভিপি কবির এর মত লোকেরা এসি রুম এ বসে থেকে পদ যেয়ে যায়। অনেক নেতৃবৃন্দ মনে করছেন এইভাবে যদি অযোগ্য লোকদের দিয়ে দল পরিচালনা করা হয় তা হলে যোগ্যরা কখনো যোগ্যস্থান এ আসতে পারেনা।

Post a Comment

0 Comments