বন্দরে মদনগঞ্জ-মদনপুর সড়কে উচ্ছেদ নিয়ে ক্ষিপ্ত নবীগঞ্জের সাধারণ ব্যবসায়ীরা




বন্দর প্রতিনিধি: 


বন্দরে মদনগঞ্জ-মদনপুর সড়কের দুইপাশের দোকানপাট উচ্ছেদ হচ্ছে পুরোদমে। সড়ক প্রশস্থ হওয়ার কারণে সকল বৈধ অবৈধ দোকানপাটা উচ্ছেদ করা হচ্ছে। দোকানীরা নিজ উদ্যোগেই তাদের স্থাপনা সরিয়ে নিচ্ছে। এতে করে চমর ক্ষোভ দেখা দিয়েছে ব্যবসায়ীদের মধ্যে। ব্যবসায়ীরা জানান, সড়ক ও জনপদের কিছু কর্মকর্তা প্রায় সময় উচ্ছেদের হুমকি দিয়ে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা  হাতিয়ে নেয় । গত কয়েক দিন ধরেই নবীগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় ব্যাপক ভাংচুর হয়। উচ্ছেদ ঠেকাতে নবীগঞ্জ বাস স্ট্যান্ডের ব্যবসায়ীরা গোপন বৈঠকও করেছে। এ বিষয়ে নবীগঞ্জ বাস স্ট্যান্ডর ফার্নিচার ব্যবসায়ী নাজির হোসেন বলেন, আমি প্রায় দীর্ঘ ৩০ বছর যাবত নবীগঞ্জ বাস স্ট্যান্ডে ফার্নিচার ব্যবসা করে আসছি। বহু বার সড়ক ও জনপদের কিছু কর্মকর্তা এসে প্রায় সময় এসে বলে দোকান উচ্ছেদ করা হবে। উচ্ছেদ ঠেকাতে হলে যাতে তাদের সাথে দেখা করে। এভাবে বহু বার আমাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে। এবার সড়ক প্রশস্থ্য হবে এর জন্য যতটুকু জায়গা প্রয়োজন তা আমরা ছেড়ে দেব। কিন্তু টাকা না দেয়ায় আমাদের পুরো দোকান ভেঙ্গে দেয়া হয়েছে। বিনা নোটিশে আমাদের দোকান ভেঙ্গে দিয়ে  আমাদের পথে বসিয়েছে। তিনি আরো বলেন, বিএনপি সরকার যখন ক্ষতায় ছিল তখন এমন ভাবে আমাদের উপর জুলুম করা হয়নি। কিন্তু বর্তমান সরকারের আমলে আমাদের উপর অনেকবার জুলুম করা হয়েছে। সড়ক ও জনপদের নির্দেশে আমাদের ৪/৫ বার দোকান ভাংতে হয়েছে। ব্যবসায়ী নাজির বলেন, সড়ক ও জনপদ যে পরিমান জায়গা উচ্ছেদ করছে এত জায়গা সড়ক করতে প্রয়োজন নেই। তারা জায়গার পরিমাপ করলে আমরা নিজের থেকেই ভেঙ্গে দিতাম। তারা অহেতুক আমাদের প্রতিষ্ঠান তছনছ করে দিয়েছে। দেখা গেছে কড়ক ও জনপদের কতিপয় কর্মকর্তা একে সময় একে লোক পাঠায় তাদের সাথে দেখা করতে। সড়ক ও জনপদের ইদুর বিড়াল খেলা  আর কত দিন চলবে। এ খেলা বন্ধ করা উচিৎ। কারণ অধিকাংশ দোকানই রেলওয়ে থেকে জায়গা লীজ নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান করা হয়েছে। আমরা সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

Post a Comment

0 Comments