জেলা বি,এন,পির সদস্য সচিব গোলাম ফারুক খোকন বলেন ১০ ডিসেম্বর ঢাকায় বি,এন,পি সমাবেশ এই সমাবেশ এ সারা বাংলার জনগণ জেগে উঠেছে কিন্তু এই সরকার ৭ তারিখ পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে বিএনপি অফিসে পুলিশ ও সরকারি দলের কর্মীদের অতর্কিত হামলা, গুলিবর্ষণ, বিরোধী রাজনৈতিক কর্মী হত্যা এবং গণগ্রেপ্তারের করায় নারায়ণগঞ্জ জেলা জেলা বি,এন,পির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বিনা উস্কানিতে এ ধরনের বর্বরোচিত ও কাপুরুষোচিত হামলা অত্যন্ত ন্যক্কারজনক উল্লেখ করে খোকন বলেন, শুধু বিরোধী দলকে দমন করার জন্য এই ঘৃণ্য ঘটনা ঘটানো হয়েছে। নেতৃবৃন্দ অবিলম্বে এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করে হত্যার জন্য দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি। আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চেয়েছি কিন্তু এই জালিম সরকার তার পুলিশ বাহিনী দিয়ে আমাদের উপর অতর্কৃত হামলা চালায় যা খুবই ন্যাক্কারজনক, এইভাবে মামলা হামলা দিয়ে আমাদের দাবিয়ে রাখতে পারবেনা প্রয়োজন হলে নিজের শরীর এর রক্ত দিয়ে হলেও এই সমাবেশ সফল করবো ইনশাআল্লাহ। হামলা মামলা কে আমরা জিয়ার সৈনিকরা ভয় পাইনা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নেতা তারেক রহমান আবারও দেশের সু শাসন প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ ।
0 Comments