মহান বিজয় দিবসে খেলাফত মজলিসের বর্ণাঢ্য বিজয় র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত


 খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগরীর উদ্যোগে ১৬ ডিসেম্বর সকাল ৯ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এক সমাবেশ ও বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ডাঃ শরীফ মোহাম্মদ মোসাদ্দেকের সভাপতিত্বে এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ জেলা সভাপতি এবিএম সিরাজুল মামুন।
তিনি বলেন, আমাদের মুক্তিযুদ্ধের ঘোষনাপত্রে মানুষের সাম্য, সামাজিক সুবিচার এবং মানবিক মর্যাদা নিশ্চিত করার কথা বলা হয়েছে। অথচ, স্বাধীনতার ৫০ বছর পরও আমরা জনগণের সেই অধিকার নিশ্চিত করতে পারি নাই। আজ সাম্য তো দূরের কথা, একদিকে, একটি গোষ্ঠীর নিকট সম্পদের পাহাড় গড়ে উঠেছে। আরেকদিকে, খেটে খাওয়া মানুষ, স্বল্প আয় ও নিম্ন মধ্যবিত্তের মানুষের জীবন আজ দূর্বীসহ হয়ে উঠেছে। সমাজের প্রত্যেকটি সেক্টরে দূর্ণীতি ছড়িয়ে পড়েছে। স্বচ্ছতা ও জবাবদিহীতার সুশাসন আজ অনুপস্থিত।
তিনি আরো বলেন, দেশের শান্তি ও সমৃদ্ধি চাইলে দেশে সব রাজনৈতিক দল যাতে অবাধে রাজনৈতিক কর্মকাণ্ড সভা, সমাবেশ করতে পারে, জনগণ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে তা নিশ্চিত করতে হবে।
মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা সহ-সাধারণ সম্পাদক হাফেজ কবির হোসাইন, নূর মোহাম্মদ খান, মহানগর সহ-সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ মুহাম্মাদ আওলাদ।
খেলাফত মজলিস নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন মহানগরের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মুহাম্মদ শাহ আলম, মাওলানা এনায়েতুল্লাহ, মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, কামরুল হাসান পায়েল, আব্বাস সিকদার, সাংগঠনিক সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, জেলা বায়তুলমাল সম্পাদক আবু কাউসার সরকার, অফিস ও প্রচার সম্পাদক মুহাম্মদ শরীফ মিয়া, মহানগর বায়তুলমাল সম্পাদক মাইদুল ইসলাম প্রমুখ।
নারায়ণগঞ্জবাসী সহ সকলকে ৫২তম মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে নারায়ণগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খেলাফত মজলিসের বর্ণাঢ্য বিজয় র‍্যালি শেষ হয়।

Post a Comment

0 Comments