মেহেদী হাসান শুভ চাঁদপুর জেলা প্রতিনিধিঃ-
সম্পত্তির লিখে না দেয়ায় চাঁদপুরের মতলব দক্ষিণের নওগাঁও গ্রামে সন্তানদের বিরুদ্ধে পিতাকে মেরে ফেলার হুমকির অভিযোগ পাওয়া গেছে।
শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন ভুক্তভোগী পিতা মোঃ আদম আলী(৭২)।
তিনি বলেন, আমি প্রায় ৭শ’ শতাংশ জমির মালিক। আমার রয়েছে চার পুত্র সন্তান। তারা হলো বিল্লাল হোসেন লিটন (৪৮), মোঃ আউয়াল হোসেন (৪৫), মোঃ হেলাল হোসেন (৩৮), রুবেল হোসেন (২২) ও একমাত্র কন্যা নাসিমা (২৫)।ছেলেরা বিদেশে ও দেশে আয় রোজগার করলেও মা বাবার ভরণ পোষন দেয় না। প্রায়ই বড় ছেলে বিল্লাল ও মেঝ ছেলে হেলাল হোসেন সম্পদ লিখে দেওয়ার জন্য আমাকে গলায় চেপে ধরে মেরে ফেলার জন্য ছুরি নিয়ে আসে। তাছাড়াও নানা সময়ে শারিরীক নির্যাতনের স্বীকার হওয়ায় ইউএনও বরাবর অভিযোগ দিয়েছি।
তিনি আরও বলেন, আমার স্ত্রী সাজেদা বেগম (৬৫) প্রায় ১০বছর ধরে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। স্ত্রী ও আমার জীবনের কথা ভেবে এখন সম্পত্তি লিখে দিচ্ছি না। এছাড়াও ওরা তাদের বোন নাছিমাকেও সম্পদ না দেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি ধমকি দিচ্ছে। আমরা এর প্রতীকার চাচ্ছি।
অভিযোগ প্রসঙ্গে বিল্লাল ও হেলালের বক্তব্য পাওয়া যায়নি।
তবে এ বিষয়ে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস বলেন, আমরা বৃদ্ধ আদম আলী সাহেবের থেকে লিখিত অভিযোগ পেয়েছি। দ্রুতই সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
0 Comments