গাইবান্ধা প্রতিনিধিঃ
অবহেলিত ময়লা আর্বজনার স্তুপে জমে থাকা আর নড়বড়ে ভাঙ্গা চালাযুক্ত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সুন্দরগঞ্জের বামনডাঙ্গা ইউনিয়ন কার্যালয়টি যেন প্রাণ ফিরে পেল।স্থানীয় সাংসদ সদস্যের সার্বিক সহযোগিতায় পরিত্যক্ত কার্যালয়টি সংস্করণের পর লাল সবুজের রঙে নতুন রুপে সেজেছে।
১৬'ডিসেম্বর সন্ধ্যায় বিজয় দিবসে কার্যালয়টির শুভ উদ্বোধনের মোড়ক উম্মোচন ও বামনডাঙ্গা ইউনিয়ন কমান্ড বীর মুক্তিযোদ্ধা আজগর আলী মাস্টারের কাছে কার্যালয়ে চাবি হস্তান্তর করেন
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর বিভাগীয় অতিরিক্ত মহাসচিব সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
শুভ উদ্বোধন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য রাখেন,সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ মশিউর রব্বানী আপেল,বামনডাঙ্গা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি রেজাউল হক রেজা,
সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মুক্তি, বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শমেস উদ্দিন বাবু,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ,আওয়ামীলীগ নেতা শেখ শাহীন মিয়া,বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক সাগির খান প্রমুখ।
এসময় মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য,আওয়ামীলীগ, জাতীয়পার্টি নেতৃবৃন্দ সহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
শেষে ৭১'এর মুক্তিযোদ্ধে নিহত সকল শহীদের আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত করেন বামনডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদে ঈমাম মুক্তি জাবের আল মামুন।
0 Comments