ময়মনসিংহ সদর উপজেলার ৩নং বোররচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের বিরুদ্ধে ভিজিডি কার্ডের চাউল আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ২০২১-২২ অর্থ বছরে ‘ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট’ (ভিজিডি) কার্ডের তালিকায় বোররচর ইউনিয়নের বনপাড়া গ্রামের মোছাঃ নাজমা খাতুন স্বামী হোসেন আলী যার ভিজিডি কার্ড নম্বর ২৬ , জাতীয় পরিচয় পত্র নম্বর ৭৩১১০০১৬৫০। ভিজিডি কার্ডে জন্য ২বছর আগে ছবি ও ভোটার কার্ড নিয়েছিলেন, ইউপি সদস্য সোবহান মেম্বার তার নামে চাউলের কার্ড হয়নি বলে জানান ইউপি সদস্য ও ইউপি সচিব । ভুক্তভোগী নাজমা খাতুন ২ বছরেরও উত্তোলন করেননি, ভিজিডি কার্ডের চাউল কে বা কাহারা ভিজিডি কার্ডের চাউল উত্তোলন করছে তা সে জানেন না উপকারভোগীর নামে ২ বছর পরে আইসিভিজিডি কার্ড পেয়েছেন।
উপকারভোগীর প্রতি মাথা কার্ডে প্রতি মাসে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। একটি কার্ডের বিপরীতে ২৪ মাসে ৩০ কেজি চাল তুলে আত্মসাৎ করা হয়েছে বলে অনুসন্ধানে জানা গেছে।
বোররচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সাব্বির বলেন, বিষয়টি তিনি শুনেছেন ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ দেন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে জানান।
0 Comments