ঢাকার গণসমাবেশ আয়োজনে কঠোর বাধা আসবে-এমন আশঙ্কা মাথায় রেখেই ‘ঐতিহাসিক’ গণজমায়েতের প্রস্তুতি নিচ্ছে তারাবো পৌরসভা বিএনপির আহবায়ক আলহাজ্ব নাসির উদ্দিন সদস্য সচিব জাকির হোসেন রিপন এর নেতৃত্বে।
তারাবো পৌরসভা বিএনপির আহবায়ক আলহাজ্ব নাসির উদ্দিন বলেন বর্তমান সরকারের নানা অপকর্মের বিরুদ্ধে জনগণ জেগে উঠেছে। ঢাকার বাইরে বিএনপির গণসমাবেশে নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি সেটাই প্রমাণ করে। ১০ ডিসেম্বর ঢাকায় বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে আমাদের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। ওইদিন পুরো ঢাকা শহরে জনতার ঢল নামবে। সরকার এমনটা বুঝতে পেরে এখন থেকেই নানা কৌশলে বাধা দেওয়ার চেষ্টা করছে। প্রস্তুতি সভা শেষে নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। সাদা পোশাকে নেতাকর্মীদের বাসায় তল্লাশি চালাচ্ছে।
সদস্য সচিব জাকির হোসেন রিপন বলেন সরকারের পতন আন্দোলনে যাওয়ার আগে পরিকল্পনামাফিক এগোতে হবে। আবেগ দিয়ে তো আগুনে ঝাঁপ দেওয়া যাবে না। এই আন্দোলন আওয়ামী লীগের মতো শক্তিশালী রাজনৈতিক দল ও তার সরকারের বিরুদ্ধে। সরকার অর্থনৈতিকভাবে দুর্বল হলেও দলগতভাবে এখনো তার অবস্থান ভালো। যে কোনো আন্দোলন সফল করতে গেলে দেশি-বিদেশি সবার আন্দোলনের প্রতি সায় থাকতে হয়। মামলা হামলা দিয়ে আমাদের দাবিয়ে রাখতে পারবেনা আমরা ইনশাআল্লাহ সফল হয়ে আসবো
0 Comments