চাঁদপুরে বিস্ফোরক ও হত্যা মামলার এজহারভুক্ত আসামি শিবির নেতা মো. নিয়াজ মোর্শেদকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের নাজিরপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত শিবির নেতা নিয়াজ মোর্শেদ শহরের নাজির পাড়া এলাকার নূর মোহাম্মদের ছেলে। তিনি বর্তমানে শহরের একটি কিন্ডার গার্টেনে শিক্ষকতা করছেন। এরআগে চাঁদপুর আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের শিক্ষক হিসেবে চাকরি করতেন।
জানা যায়, ২০১৩ সালের ৩ ডিসেম্বর চাঁদপুর শহরের জোড়পুকুর পাড়ের শিল্পকলা একাডেমির সামনে ১৮ দলীয় জোটের মিছিলে ছাত্রদল ও ছাত্রশিবিরের দুই কর্মী নিহত এবং চার পুলিশ আহত হন। ওই ঘটনায় চাঁদপুর মডেল থানার এসআই প্রদীপ কুমার মজুমদার ১৩ শিবিরকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত সাড়ে ৪শ’ জনকে আসামি করে পৃথক মামলা দায়ের করেন। বিস্ফোরক দ্রব্য আইন ও হত্যার ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় এজহারভুক্ত আসামি হলেন শিবির নেতা মো. নিয়াজ মোর্শেদ।
চাঁদপুর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় সদর মডেল থানার ইন্সপেক্টর মোহাম্মদ ইয়াছিনের নেতৃত্বে একদল পুলিশ বিস্ফোরক ও হত্যা মামলার এজহারভুক্ত আসামি মো. নিয়াজ মোর্শেদকে গ্রেফতার করে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
0 Comments