মেহেদী হাসান শুভ চাঁদপুর জেলা প্রতিনিধি
চাঁদপুরের কচুয়া উপজেলার বিতারা গ্রামে গতকাল মধ্যরাতে প্রবাসীর বাড়িতে গৃহকর্তাকে হাত-পা বেধে ডাকাতি সংগঠিত হয়েছে। এতে সংঘবদ্ধ মুখোঁশধারী ডাকাতদল তার গৃহের ষ্টীলের আলমিরাতে থাকা নগদ ১ লক্ষ টাকা, ৫ ভরি স্বর্ণ ও দুটি মোবাইল ফোন নিয়ে যায়। খবর পেয়ে আজ সকালে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
গৃহের মালিক প্রবাসী দেলোয়ার হোসেন মৃধা দুলাল বলেন, প্রায় বছর খানেক আগে তিনি প্রবাস থেকে দেশে ফিরে এসে গরুর খামার করে জীবিকা নির্বাহ করছি। গতকাল মধ্য রাতে মুখোঁশধারী ১৫-২০ জন অজ্ঞাত ডাকাত সদস্য আমার ঘরের সামনের গেইটের তালা কৌশলে ভেঙ্গে ঘরে প্রবেশ করে আমাকেসহ আমার স্ত্রী ও পুত্রবধূকে একটি রুমে আটকে রেখে ষ্টীলের আলমিরাতে থাকা নগদ ১ লক্ষ টাকা,৫ স্বর্ণ ও দুটি মোবাইল ফোন নিয়ে যায়।
এসময় ডাকাতদল পাশের বাড়ীর প্রবাসী মকবুল হোসেনের গৃহে তালা ভেঙ্গে প্রবেশ করতে গেলে গৃহের লোকজন টের পেয়ে ডাক চিৎকার দিলে ডাকাত দল পালিয়ে যায়।
কচুয়া থানার ওসি মো. ইব্রাহীম খলিল বলেন, ক্ষতিগ্রস্থ পরিবার অভিযোগ করতে নারাজ। লিখিত অভিযোগ পেলে বিষয়টি ডাকাতি না অন্য কিছু,এর প্রকৃত রহস্য উদঘাটন করা হবে।
0 Comments