দালাল চক্রের হাতে জব্দ হয়ে গেছে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হসপিটাল। রোগীরা এবং তাদের পরিবারের লোকেরা প্রতিনিয়ত হয়রানির স্বীকার হচ্ছে হাসপাতালের প্রবেশ পথ থেকে ভেতর পর্যন্ত।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন অফিসের পাশে হাসপাতাল হওয়া সত্ত্বেও প্রশাসন এবং হাসপাতালের কর্তৃপক্ষের নজরদারির অভাবে নষ্ট হচ্ছে হাসপাতালের ভাবমূর্তি এবং দালালদের হাতে অপদস্ত হচ্ছে সাধারণ মানুষ।
এমনই এক ভুক্তভোগী মাইশা বলেন, গতকাল শনিবার (৭ জানুয়ারী) তিনি, তার মা ও ভাইকে নিয়ে পেটের সিলি কাটাতে গিয়েছিলেন। হসপিতালে প্রবেশ করতে গেলে রাজা নামক এক দালাল স্ট্রেচার নিয়ে আসে।
ভুক্তভোগী মাইশার পরিবার স্ট্রেচার নিতে না চাইলে রাজা বলে ২০০ টাকা দিতে হবে। কারন যান্তে চাইলে দালাল রাজা বলে এ-ই হসপিটালে চিকিৎসা নিতে হলে আমাকে টাকা দিতে হবে।
তাকে কেনো টাকা দিতে হবে জানতে চাইলে দালাল রাজা মিয়া বলেন তাকে চাদা না দিলে এই হাসপাতালে চিকিৎসা করতে দেওয়া হবে না।
ভুক্তভোগী মাইশার ভাই মাতাল এবং নেশাগ্রস্থ আচরণকারী রাজা নামক দালালকে বাধা দিতে গেলে অশ্রাব্য ভাষায় গাল-মন্দ করে এবং ক্ষতি করার হুমকী দেয়।
0 Comments