গাইবান্ধার সুন্দরগঞ্জে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

 



গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।

উপজেলা আওয়ামীলীগের আয়োজনে ১০ই জানুয়ারি (মঙ্গলবার) দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারী'র ভার্চুয়াল সভাপতিত্বে, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী  সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার লেবু এঁর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন,

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাজেদুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুন, যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম কবির মুকুল, যুগ্ন সাধারণ সম্পাদক ও ৫ নং দহবন্দ ইউনিয়নের চেয়ারম্যান  রেজাউল আলম সরকার রেজা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহবায়ক নিমাই চন্দ্র ভট্টাচার্য, ৭ নং রামজীবন ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি সাদেকুল ইসলাম,উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক হোসনেআরা বেগম বিউটি,  উপজেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মেহেদী রাসেল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক  লিংক আনসারী, যুবনেতা শহিদুল ইসলাম রানা, রুহুল আমিন হিরু, উপজেলা শ্রমিক লীগ আহবায়ক গণেশ শীল, পৌর ছাত্রলীগের সাবেক আহবাযক মাইদুল ইসলাম,  উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক রুহুল আমিন, যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান নুর আসাদ, সুমন মিয়া, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগ সাধারণ সম্পাদক লিমন সরকারসহ উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ-সংসগঠনের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।


এসময় বক্তারা বলেন১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশের লক্ষ লক্ষ জনগণ বঙ্গবন্ধুকে হৃদয় নিংড়ানো ভালোবাসায় বরণ করে নেয়। বঙ্গবন্ধুকে এক নজর দেখার জন্য সেদিন ঢাকায় অগণিত মানুষের সমাগম হয়েছিলো। রেডিও’র সামনে প্রিয় নেতার বক্তব্য শুনতে থাকা শ্রোতাদের মধ্যে উৎসব মুখর পরিবেশ সেদিন বিরাজ করছিলো। বঙ্গবন্ধু বেঁচে থাকলে অনেক আগেই বাংলাদেশ উন্নত দেশে রূপ নিতো। বঙ্গবন্ধুর হত্যার পরে দেশ অনেক পিছিয়ে গেছিলো। দেশরত্ন শেখ হাসিনা’র নেতৃত্বে আজ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত হয়েছে। বিশ্বের কাছে বাংলাদেশ আজ একটি বিস্ময়। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা’র নেতৃত্বে বাংলাদেশের সকল স্তরের উন্নয়ন আজ বিশ্বের রোল মডেল। বঙ্গবন্ধুর কন্যা, দেশরত্ন শেখ হাসিনা’র অর্জন। খুব দ্রুত বাংলাদেশ উন্নত দেশে রুপান্তরিত হবে এবং দলের সকল নেতাকর্মীদের দ্বিধাদ্বন্দ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। এছাড়াও বক্তারা আরোও বলেন,২০২৪ সালের জানুয়ারি'র নির্বাচনে সুন্দরগঞ্জ আসনে নৌকা প্রতীক দেয়ার জন্য উপজেলার সকল নেতাকর্মী,জননেত্রী শেখ হাসিনার কাছে জোর দাবী জানান। 

এর আগে উপজেলা অফিস কার্যালয়ে  জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং আনন্দ র‌্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Post a Comment

0 Comments