বঙ্গবন্ধু যদি সেদিন ফিরে না আসতেন তাহলে বাংলার মানুষের কাছে স্বাধীনতা শব্দটির অর্থ ম্লান হয়ে যেত আব্দুল হাই

 ।




জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মঙ্গলবার  (১০ জানুয়ারি ) সকাল ১১টায় শহরের ২নং গেইটস্থ আওয়ামীলীগের কার্যালয়ে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত শহীদ মো. বাদলের নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। ফুল দেওয়ার শেষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস এ আলোচনায় সভায় জেলা আওয়ামিলীগ এর সভাপতি আবদুল হাই বলেন

 দীর্ঘ ৯ মাস কারাভোগ শেষে বঙ্গবন্ধু ১০ জানুয়ারি স্বাধীন বাংলাদেশের মাটিতে পা রাখেন। ওইদিন বঙ্গবন্ধু বলেছিলেন- 'আজ আমার জন্ম স্বার্থক হয়েছে, কারণ আমার সারা জীবনের স্বপ্ন স্বাধীন বাংলা বাস্তবায়ন করতে পেরেছি।'


তিনি যদি সেদিন ফিরে না আসতেন তাহলে বাংলার মানুষের কাছে স্বাধীনতা শব্দটির অর্থ ম্লান হয়ে যেত। আমরা আজ তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। তার আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করছি।


তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি স্বাধীন স্বার্বভৌম দেশ উপহার দিয়ে গেছেন। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে পৌঁছে গেছে। শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নের জন্য আমাদের সকলকে সংঘবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে। 


জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল হাইয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডঃ আবু হাসনাত মোঃ শহিদ বাদলের সঋালনায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভী সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান বাচ্চু সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল কাদির সাবেক সহসভাপতি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ আবু জাফর চৌধুরী বিরু সাবেক দপ্তর সম্পাদক এম এ রাসেল সাবেক সাংগঠনিক সম্পাদক মেয়র সুন্দর আলী সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ নিজাম আলী সাবেক মহিলা বিষয়ক সম্পাদক মরিয়ম কল্পনা সাবেক কার্যকরী সদস্য সাবেক এমপি হোসেনে আরা বাবলী সাবেক সদস্য হাজী আমজাদ হোসেন সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা কাদির ডিলার সাবেক সদস্য সাদেকুর রহমান সাবেক সদস্য শামসুজ্জামান ভাষানী সাবেক সদস্য মির্জা সোহেল জেলা আওয়ামী লীগ নেতা হাজী জসিমউদ্দিন জেলা আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মর্তুজা জেলা আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন সিকদার  জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মতি কন্ট্রাকটর, বন্দর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আক্তার হোসেন বি এ ফতুল্লা থানা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মাহাদী হাসান রবিন,  ফতুল্লা থানা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আলমগীর হোসেন,বন্দর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ইসতিয়াক উদ্দিন জারজিস সোনাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক শাহজাহান জেলা আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন সদর থানা আওয়ামী লীগের নেতা আক্তার সুকুম বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি জসিমউদ্দিন জেলা শ্রমিক লীগের আইন বিষয়ক সম্পাদক শাহাবুদ্দিন পাঠান আওয়ামী লীগ নেতা মোখলেছ প্রধান সহ বিভিন্ন স্ততের নেতৃবৃন্দ

Post a Comment

0 Comments