মোঃ বাবুল রানা; ভোলা জেলা প্রতিনিধিঃ
অনুকূল আবহাওয়ায় ভোলায় রেকর্ড পরিমাণ তরমুজের ফলন হয়েছে। প্রায় ১৮ হাজার হেক্টর জমিতে এবার যে পরিমাণ তরমুজ উৎপাদন হয়েছে তার বাজারমূল্য প্রায় আড়াই হাজার কোটি টাকা এদিকে ভালো উৎপাদনের পরও ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ কৃষকের যদিও কয়েক হাত ঘুরে একটি তরমুজ ভোক্তা পর্যায়ে বিক্রি হচ্ছে ৪শ-৫শ টাকায়।
ভোলার বিস্তীর্ন ফসলের ক্ষেতে সবুজ পাতার মাঝে এখন উকি দিচ্ছে নানা আকৃতির তরমুজ আবহাওয়া ভালো থাকায় আর রোগ ও পোকার আক্রমণ না থাকায় এবার আগের বছরের তুলনায় ফলনও হয়েছে ভালো।
দেশের সর্বাধিক তরমুজ উৎপাদন হয় দ্বীপ জেলা ভোলায় আকৃতি ও উৎপাদন খরচ মিলিয়ে ক্ষেত থেকেই নির্ধারন হয় তরমুজের দাম এরপর পাইকার কিনে নিয়ে যান আড়তে জেলায় এবার আকারভেদে প্রতি পিচ তরমুজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ২০০ টাকায় কিন্তু কয়েক হাত ঘুরে এক একটি তরমুজ ভোক্তা পর্যায়ে বিক্রি হচ্ছে প্রায় দিগুণ দামে এতে ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছে কৃষকরা।
কৃষকরা বলেন, সিন্ডিকেটের হাতে না পরলে ভালো দাম পাওয়া যাবে আমরা এখান থেকে পাইকারদের পিস হিসেবে বিক্রি করি তারা আমাদের থেকে নিয়ে কেজি হিসেবে বিক্রি করে।
মৌসুমের শুরু এবং রমজানকে সামনে রেখে দাম কিছুটা বেশি বলছেন বিক্রেতারা পাশাপাশি আড়ত খরচ ও পরিবহন ব্যয় সহ নানা খরচের কারনে ভোক্তা পর্যায়ে দাম বৃদ্ধি পায় বলেও জানান তারা এতে বিপাকে সাধারণ ক্রেতা।
জেলায় তরমুজের আবাদ ও উৎপাদন বাড়াতে চাষিদের সার্বিক সহযোগিতা করা হচ্ছে পাশাপাশি তরমুজের দাম নিয়ন্ত্রণে নিয়মিত বাজার তদারকি এবং অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোলার সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান বলেন, তরমুজের বিষয়ে মনিটরিং জোরদার করা হবে কেউ যাতে কেজি দরে বিক্রি করতে না পারে এবং অতিরিক্ত দরে বিক্রি করতে না পারে সেটি মনিটরিং করা হবে।
ভোলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হাসান ওয়াসিরুল কবীর বলেন, কৃষকদের পাশে আছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমরা তাদের প্রশিক্ষন ও অন্যান উপকরন দিয়ে যাচ্ছি।
এ বছর ৯ লাখ ৫৫ হাজার ৯১৬ টন তরমুজ উৎপাদন হয়েছে। যার বাজারমূল্য প্রায় আড়াই হাজার কোটি টাকা।
0 Comments