বছর ঘুরে রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে আবার ফিরে এল মাহে রমজান। আজ প্রথম রমজানে দেশের আকাশে দেখা মিলল এক অন্য রকম চাঁদের। এদিন বিকেলের আকাশে দেখা গেল চাঁদের নিচে ছোট্ট উজ্জল বিন্দু। এতে বেশ অবাক হয়েছেন সাধারণ মানুষ।
এমনই অনেক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে। নিজেদের ফেসবুকে ছবি দিয়ে অনেকে অনেক রকম ক্যাপশন লিখেছেন। যারা বিষয়টি সম্পর্কে জানেন না তারা ফেসবুক দেখে জানতে পেরেছেন।
প্রথম রোজা শেষে ইফতারের পর ছবি তুলেছেন আবু বকর নামের এক সাংবাদিক। এ বিষয়ে তিনি বলেন, ‘এমন চাঁদ আমি আগে কখনও দেখিনি। বাড়ি থেকে বড়ভাই ফোন করে বিষয়টি জানালে দৌঁড়ে ছাদে গিয়ে কয়েকটা ছবি তুলি এবং ফেসবুকে দেই, তাতে ক্যাপশন দেই ‘চাঁদের চন্দ্রবিন্দু কেন নিচে, একি সত্য নাকি মিছে’।
আবু বকরের মত অনেকেই তাদের ফেসবুকে এমন চাঁদের ছবি দিয়েছেন। কেউ কেউ আবার ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে চাঁদের ভিডিও ফেসবুকে দিয়েছেন। আর এতেই ভাইরাল হয় আজকের আকাশের চাঁদ।
গণমাধ্যমকর্মী নিয়াজ মোর্শেদ তার ফেসবুকে লিখেছেন, ক্যাপশন চাঁদ-তারার যুগলবন্দি! আজ প্রথম রোজায় ইফতারের পর ময়মনসিংহ চা পান করতে গিয়ে পশ্চিম আকাশে এক অভূতপূর্ব দৃশ্য চোখে পড়ে। চাঁদটির দুইটি ছবি আমার মোবাইল দিয়ে তুলেছি তবে দেখে বেশ অবাক হয়েছি।
সাংবাদিক খালেদ মাহমুদ তার ফেসবুকে লিখেছেন, তারাটি চাঁদের সৌন্দর্য কয়েকগুন বাড়িয়ে দিয়েছে! সবাই চাঁদ দেখেন, কেউ মিস করবেন না।
মেহেদি হাসান লিখেছেন, পারলে বাইরে তাকিয়ে একবার আজকের চাঁদটি দেখুন। পশ্চিম আকাশের একটি চাঁদের নিচে অবস্থান করছে শুক্রগ্রহ। হঠাৎ চোখ পড়ায় বিস্মিত হয়েছি। কেন তা দেখলেই বুঝবেন। অন্যরকম সুন্দর।
মজার বিষয় হলো- চাঁদের একেবারে ঠিক নিচে শুক্র গ্রহটিকে দেখা যাচ্ছে। ফলে অনেকে এমন দৃশ্যের চাঁদকে আরবি হরফ ‘বা’ এর সঙ্গে তুলনা করছেন। আবার কেউ কেউ এটিকে ‘ড়’ বর্ণের সঙ্গেও তুলনা করছেন।
বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমেই কিছু বিশেষজ্ঞের মতামত জানা গেছে। তারা বলছেন, কক্ষপথে চাঁদ ও শুক্র গ্রহ খুব কাছাকাছি অবস্থান করায় এমনটি দেখা যাচ্ছে।
বিজ্ঞান বিষয়ক ওয়েবসাইট অ্যাকিউ ওয়েদার বলছে, পৃথিবীর দুই প্রতিবেশী গ্রহ শুক্র ও মঙ্গল একে অপরের সবচেয়ে নিকটে আসতে চলেছে। একই সঙ্গে এক সারিতে দেখা যাবে শুক্র-মঙ্গল ও চাঁদকে। এমন ঘটনাকে ‘planetary conjunction’ বলে আখ্যা করেছেন বিজ্ঞানীরা।
JB Bangla news24
0 Comments