দেশের মানুষ দ্রব্যমূল্যের উর্ধগতিতে আজ দিশে হারা তারা চিড়া মুড়ি খেয়ে রোজা রাখছেন গোলাম ফারুক খোকন।


সৌদী আরব আল তায়েফ প্রাদেশিক শাখা স্বেচ্ছাসেবক দলের গন সংবর্ধনা অনুষ্ঠানে ও ইফতার মাহফিল এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির  সদস্য সচিব আলহাজ্ব গোলাম ফারুক খোকন  |



সৌদী আরব আল তায়েফ প্রাদেশিক শাখা স্বেচ্ছাসেবক দলের  বিল্লাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধন অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বি, এন,পির সদস্য সচিব গোলাম ফারুক খোকন, সহ সৌদী আরব আল তায়েফ প্রাদেশিক শাখা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা।


প্রধান অতিথি গোলাম ফারুক বলেন বাংলাদেশের মানুষ এক দূর্বিসহ সময় পার করছে। উন্নয়নের নামে লুটেরা সরকার দেশে চরম আর্থিক এবং রাজনৈতিক সংকট ডেকে এনেছে। দেশের মানুষ দ্রব্যমূল্যের উর্ধগতিতে আজ দিশে হারা। তারা চিড়া মুড়ি খেয়ে রোজা রাখছেন।


মানুষের ভোটাধিকার কেড়ে নেয়া ফ্যাসিবাদি সরকার ইতিহাস বদলে দেয়ার চেষ্টা করছে। তারা স্বাধীনতার ইতিহাস থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম মুছে ফেলার চেষ্টা করছে। নতুন প্রজন্মকে পাঠ্যবইতে বিকৃত ইতিহাস পড়ানো হচ্ছে। 


একাত্তরের ২৫ মার্চ রাতে শেখ মুজিবর রহমান স্বেচ্ছায় পাকবাহিনীর কাছে ধরা দিয়েছিলেন। কারণ তিনি জানতেন, তাঁর এবং তাঁর পরিবারের কোনো অসুবিধা হবে না। তারা নিরাপদে, আরাম আয়েশে থাকবেন। বাস্তবে হয়েছেও তাই। শেখ হাসিনাসহ মুজিব পরিবার যুদ্ধের ৯ মাস পাকসরকারের সকল সুযোগ সুবিধা নিয়ে ধানমন্ডির একটি বাড়িতে আরাম আয়েশে ছিলেন। অন্যদিকে জিয়াউর রহমান জীবন বাজি রেখে রনাঙ্গনে যুদ্ধ করেছেন। আর আজ তাকে বলা হচ্ছে পাকিস্তানের চর। ইতিহাসের সাথে এর চেয়ে চরম গাদ্দারি আর কী হতে পারে?


Post a Comment

0 Comments