মোঃ এ কে নোমান, বিশেষ প্রতিনিধিঃ-
নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে নবীন বরণ, বিদায় ও দোয়া মাহফিল-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল এগারোটায় ম্যানেজিং কমিটির সভাপতি মো. ছানাউল ইসলামের সভাপতিত্বে এবং উক্ত বিদ্যালয়ের ছাত্রী নাফিয়া বিনতে আযাদ (অনন্যা) ও মাইশা ফাহমিদার সঞ্চালনায় সফিয়া বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলার চেয়ারম্যান জনাব, মো. আজাহার আলী মন্ডল।
এছাড়াও অনুষ্ঠানের এক পর্যায়ে ২০২৩ সনে অনুষ্ঠিতব্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় ভালো ফলাফল অর্জন ও দক্ষ্য মানব সম্পদ তৈরির লক্ষ্যে শপথ বাক্য পাঠ ও নবীনদের বরণ ও বিদায়ী শিক্ষার্থীদেরকে পরীক্ষায় প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।
এর আগে বিদায়ীদের উদ্যেশ্যে বক্তব্য রাখেন, সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ ইয়াসিন আলী, মাওলানা মো. আনিসুর রহমান, সহকারী শিক্ষক মতিউর রহমান ও মোরশেদ হোসেন রেজিন।
এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার প্যানেল মেয়র মো. মুক্তাদ্বিরুল হক মুক্তা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহাজান আলী, প্রধান শিক্ষক মো. আব্দুর রহমান, সহকারী প্রধান শিক্ষক আবু ইউসুফ, সিনিয়র শিক্ষক আমিনুর রহমান (দুদু), নজরুল ইসলাম, শিক্ষক মো: আব্দুল মান্নান, মো: মফিজুল হক (রায়হান), মো: আমিনুল হক (সাবু), মাহমুদুল হাসান, রাশেদুল ইসলাম (রাশেদ), হিরো কুমার, জাহাঙ্গীর আলম (লিটন), শাহাদাত হোসেন, আমজাদ হোসেন, মোস্তাক আহমেদ, মতিউর রহমান, মোসা: রতনা, মোসা: রেজিনা বানু, মোসা: তাজনুর বানু, শানজিদা খাতুন, মোন শাপলা বানু, সুমাইয়া খাতুনপ্রমুখ সহ ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দ।
0 Comments