দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গেছেন।
শনিবার (১ এপ্রিল) বিকেলের দিকে তিনি রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে যান। হিরো আলমের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য জানা যায়।
তার ওই পোস্টে জানা যায়, সোশ্যাল মিডিয়া ইউটিউব প্লাটফর্মে হিরো আলমকে নিয়ে মিথ্যা তথ্য প্রোপাগান্ডা ছড়ানোর বিরুদ্ধে কথা বলতে তিনি ডিবি প্রধানের কাছে গিয়েছেন। এরপরে ডিবি কার্যালয় থেকে বেরিয়ে হিরো আলম সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবেন বলে জানা গেছে।
তার সেই পোস্টে অনেক নানা ধরনের মন্তব্য করেছেন। এরমধ্যে নিহান আমিন নামে একজন লিখেছেন, ভাই আপনার সব ভালো লাগে কিন্তু ড্রেসিং সেন্সটা ভালো লাগে না। একটা ব্লেজার নিছেন তাও লাল কালারের। এরপর এর ভিতরে এক কালারের টি শার্ট পরবেন,তা না আপনি পরেন বীচে ঘুরতে যাওয়ার জন্য যে টি-শার্ট পরে ওইটা। অথবা মিয়া ফরমাল শার্ট পরেন।
মুহিত চৌধুরী নামে একজন লিখেছেন, হিরো আলম পিছিয়ে পড়া জনগোষ্ঠীর থেকে নিজের যোগ্যতায় আলোচিত-সমালোচিত হয়েছেন। হিরো আলম কে সবাই শ্রেণি অনুসারে ভালোবাসুন স্নেহ করুন সম্মান করুন। হিরো আলম সাধারণ মানুষ। সে সমাজ সভ্যতা সংস্কৃতির কোন ক্ষতি করছে না। হিরো আলম কে বলছি মানসম্মত বিবিধ ধারার অনুষ্ঠান নির্মাণ করে সমালোচনার জবাব দিন।
ফয়সাল আহমেদ নামে একজন লিখেছেন, হিরো আলম চায় তারে লোকজন গালি দিক কারণ যে দিন পাবলিক তাকে গালি দিবেনা সেদিন হিরো আলম আর হিরো আলম থাকবেনা, সেটা হিরো আলম নিজেও জানে।
উল্লেখ্য, পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানের সোনার দোকান উদ্বোধন করতে সম্প্রতি দুবাই গিয়েছিলেন হিরো আলম। সেই দোকান উদ্বোধন করতে বাংলাদেশ থেকে গিয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসানসহ শোবিজ অঙ্গনের আরও অনেকেই।
গত ১৬ মার্চ ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ সাংবাদিকদের জানিয়েছিলেন, তদন্তের স্বার্থে সাকিব আল হাসান ও হিরো আলমকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
0 Comments