বন্দর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত



বিশেষ  প্রতিনিধিঃ 


পবিত্র মাহে রমজান উপলক্ষে বন্দর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।


বুধবার ১২এপ্রিল বন্দর উপজেলা অডিটরিয়ামে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত র্ছিলেন বন্দর উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক কাজিম উদ্দিন প্রধান।

প্রধান অতিথি বক্তব্যে কাজিম উদ্দিন বলেন,বন্দর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের আয়োজনে সুন্দর পরিসরে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হল। সাংবাদিকরা সমাজের আয়না, দর্পণ। তাদের আয়নার মতো স্বচ্ছ থাকা প্রয়োজন। এ পেশাকে কলঙ্কমুক্ত করতে হলে সাংবাদিকদের মান উন্নত করতে হবে। বর্তমানে সাংবাদিক পরিচয়ে কিছু ব্যক্তি অসত্য লেখনির মাধ্যমে নিজের হীন উদ্দেশ্য চরিতার্থ করার অপচেষ্টা চালাচ্ছেন। এতে করে মহান এ পেশার মর্যাদা নষ্ট হচ্ছে। তিনি কতিপয় অপসাংবাদিকদের বিষয়ে প্রকৃত সাংবাদিকদের সজাগ থাকার তাগিদ দেন।


বন্দর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জিকে রাসেলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শরিফুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধক হিসেবে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা খান মাসুদ।


এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বন্দর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা, জেলা যুবলীগ নেতা মামুন আহমেদ ইমন, যুবলীগ নেতা ডালিম হায়দার, সায়মন খান, দৈনিক ইয়াদ পত্রিকার বন্দর প্রতিনিধি এসএম আব্দুল্লাহ সময়ের নারায়ণ গঞ্জের বন্দর প্রতিনিধি শেখ আরিফ, বন্দর থানা প্রেসক্লাবের সহ-সভাপতি ফিরোজ খান, অর্থ সম্পাদক আজাদ, অগ্রবানী পত্রিকার বন্দর প্রতিনিধি ইমন শাহরিয়ার, বাংলা একাত্তুর পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ অভি।


এছাড়াও বন্দর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি  নজরুল ইসলাম, শরীফ হাসান চিশতী, যুগ্ম সম্পাদক মোঃ শামীম ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক মিলন, অর্থ সম্পাদক মমতাজ মম, প্রচার সম্পাদক কামরুল ইসলাম রিমন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ডালিম সিকদার, ধর্মীয় সম্পাদক মেহেদী হাসান প্রান্ত, কার্যকরি সদস্য তারিক হোসেন বাপ্পী,আবু সুফিয়ান প্রমূখ।

Post a Comment

0 Comments