ফতুল্লা থানা ১ নং সদস্য ও ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আবু মোঃ শরিফুল হক শুভেচ্ছা বার্তায় বলেন মুসলিমদের জীবনে একটি উল্লেখযোগ্য এবং বিশেষ দিন হচ্ছে ঈদের দিন। একজন মুসলিমের জীবনে দুইটি মহাউৎসব ঈদ আসে। সে দুইটি মহা উৎসব হলো, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। যে কোন ঈদেই হোক না কেন, এই দিন দুটিকে মুসলিমরা খুব আনন্দের সঙ্গে পালন করে থাকে। একে অন্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে।
একে অন্যের সঙ্গে কোলাকুলি করে, অতীতের যত দুঃখ ভারাক্রান্ত স্মৃতি থাকুক না কেন, সকল কিছু ভুলে গিয়ে সবাই আবার একত্রিত হয়। সকলের ভেতরে ঐক্য গড়ে ওঠে। সকলের ভেতরে সম্প্রীতি গড়ে ওঠে। সকল রকম ভেদাভেদ ভুলে গিয়ে ঈদগায় কোলাকুলি করে,একে অপরের সাথে ভালোবাসা বিনিময় করে।
তিনি বলেন, আমরা স্বচ্ছ রাজনীতিতে বিশ্বাসী, দেশ ও জনগণের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমার নেতা শামীম ওসমান দিকনির্দশনা আমরা দেশের উন্নয়নের কাজ করে যাচ্ছি। যার ফলে এই দেশ দিনদিন উন্নয়নের জোয়ারে ভাসছে। তাই সকল রাজনীতিবিদদের মুসলমানদের এই মহা উৎসবে সকল রকম ভেদাভেদ ভুলে গিয়ে এক প্লাটফর্মে রাজনীতি করার জন্য বিশেষভাবে অনুরোধ করেন।
এছাড়া তিনি আরো বলেন, মুসলমানদের এই মহা উৎসবে ফতুল্লা বাসীদের সকলে দুখ সুখ ভাগাভাগি করে ঈদকে উপভোগ করার উদাত্ত আহ্বান জানান। ফতুল্লা সর্বস্তরের মানুষের ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ঈদ বয়ে আনুক সবার জীবনে অফুরন্ত ভালোবাসা ও আনন্দ ঘন মুহূর্তে। ঈদ মোবারক।
0 Comments