বন্দরে সন্ত্রাসী হামলায় নিহত ১



নারায়ণগঞ্জ বন্দরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায়  মেরাজুল(৩০) নামে এক যুবক নিহত হয়েছে। এছাড়াও গুরুতর আহত হচ্ছে আলামিন (২৭)।


সোমবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৭টায় বন্দর থানার ২১ নং ওয়ার্ডের রুপালী আবাসিক এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। 

প্রত্যেক্ষদৃর্শী সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ডের কাউন্সিলর শাহীন মিয়ার চাচাত ভাই সোয়েব ও রবিন উল্লেখিত কাউন্সিলরের ঘনিষ্ট সহযোগী সালেহনগর এলাকার সন্ত্রাসী পিংকি, বাবু, মানিক, রানা ও নাদিমসহ অজ্ঞাত নামা ৫/৬ জন দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে রুপালী আবাসিক এলাকার এজাজ মিয়ার ছেলে মেরাজ ও তার বন্ধু আলামিনকে হত্যা করার উদ্দেশ্যে অতর্কিত হামলায় চালায়। 


ওই সময় হামলাকারিরা উল্লেখিত দুই যুবককে  কুপিয়ে জখম করে হত্যা নিশ্চিত ভেবে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে এসে মারাত্মক জখম অবস্থায় আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। 


এ ব্যাপারে রুপালী এলাকাবাসী সূত্রে জানা গেছে, ২১ নং ওয়ার্ডের বিএনপি নেতা কাজলকে পিটিয়ে জখম করার ঘটনার জের ধরে ওই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটতে পারে বলে আশংকা  করা হচ্ছে। 


হামলাকারি সোয়েব বন্দর থানার ছালেহনগর এলাকার খলিলুর রহমান ও অপর হামলাকারি রবিন একই এলাকার জলিলুর রহমানের ছেলে এবং স্থানীয় কাউন্সিলর শাহিন মিয়ার ভাতিজা বলে জানা গেছে।  সংঘর্ষের ঘটনার সংবাদ পেয়ে বন্দর ফাঁড়ী পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। 


এ রির্পোট লেখা পর্যন্ত সন্ত্রাসী হামলায়  আহতের হাসপাতালে নেয়ার পথে মেরাজুল নিহত হয় এবং আলআমিনকে ঢামেকে ভর্তি করে। তবে এ  ঘটনায় উক্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।


এ ব্যাপারে বন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Post a Comment

0 Comments