চেয়ারম্যানকে হত্যা মামলার আসামি করার প্রতিবাদে হিজলায় মানববন্ধন



হিজলা প্রতিনিধিঃ

বরিশালের উত্তর উলানিয়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামের খোরশেদ খার মেয়ে আলীগঞ্জ মাদ্রাসার শিক্ষার্থী গত ২৬ মার্চ দুপুর ২ টার দিকে মেহেন্ধিগঞ্জ থানা পুলিশ নিজ বসত ঘর থেকে মনিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করে। ঐ ঘটনায় মনিয়ার ভাই রাসেল বাদী হয়ে বরিশাল নারী ও শিশু আদালতে ধুলখোলা ইউনিয়নের চেয়ারম্যান সহ ৮ জনকে আসামী করে গণধর্ষণ ও হত্যা মামলা দায়ের করে। ধুলখোলা ইউনিয়নের চেয়ারম্যান জামাল উদ্দিন ঢালীকে সেই ষড়যন্ত্র মূলক মামলায় আসামী করার প্রতিবাদে ৬ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১ টায় ধুলখোলা ইউনিয়নের আলিগঞ্জ বাজারে স্থানীয়, আলীগঞ্জ বন্দর ব্যবসায়ী, মৎস্যজিবী সমিতি, পিএন মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক শিক্ষার্থী, পাশবর্তী মেহেন্ধিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া ও দক্ষিন উলানিয়া, গোবিন্দপুর ইউনিয়নের বিভিন্ন শেনী পেষোর মানুষ ও অংশ গ্রহন করে মানববন্ধনে। 



মানববন্ধন কর্মসূচিতে একমত পোষণ করে বক্তব্য রাখেন হিজলা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বড়জালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন হাওলাদার, মেহেন্ধিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল মোল্লা, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেল্লাল মোল্লা,হিজলা  উপজেলা আওয়ামীলীগের সদস্য তসলিম মাঝি, ডা: জয়নাল আবেদিন, ধুলখোলা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মুজাম্মেল রাড়ী,  সহ নানা শ্রেণী পেশার মানুষ।

মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহন করে নারী পুরুষ সহ প্রায় তিন সহ¯্রাধিক মানুষ। 


বক্তারা বলেন ২০২১ সালে চেয়ারম্যান জামাল উদ্দিন ঢালী ভাই ছত্তার ঢালী ও ভাগিনা ছিদ্দিক করিবাজকে প্রকাশ্যে হত্যা করে, সেই জোড়া হত্যা মামলার আসামীরা সরোজন্ত্র করে মনিয়ার আতœ হত্যাকে হত্যা মামলায় পরিনত করে চেয়ারম্যান কে মিথ্যা মামলা জড়ান্ োহয়েছে সেই মামলা থেকে চেয়ারম্যান জামাল উদ্দিন ঢালী কে অব্যাহতি না দিলে কঠোর কর্মসূচী দেওয়ার হুশিয়ারী প্রদান করেন।



Post a Comment

0 Comments