নারায়ণগঞ্জ জেলা বি,এন,পি নতুন কমিটি হওয়ার পর থেকে জেলা বি এন পির আহবায়ক গিয়াসউদ্দিন ও সদস্য সচিব গোলাম ফারুক খোকন কে ঠেকাতে উঠেপরে লেগেছে বিদ্রোহীরা, বিগত সময় এত চাঙা হয়নেই বি,এন,পিতে গিয়াস খোকন দায়িত্ব পাওয়ার পর তৃনমূল নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছে।
বিগত সময় জেলা বি এন পির যারা দায়িত্ব পালন করেছেন তারা এতটা চাঙা করতে পারেনাই নেতাকর্মীদের নিয়ে, কেউ ফ্যাক্টরীতে বসে দল পরিচালনা করেছেন আবার কেউ সরকারির দলের সাথে আতাত করে দল পরিচালনা করেছেন। গিয়াস খোকন দায়িত্ব পাওয়ার পর পর এই নতুন ভাবে আবার বি,এন,পি উজ্জীবিত হয়েছে যা বিদ্রোহীরা হজম করতে পারছেনা।
তাই একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে তারপরও কিছুই করতে পারছেনা ষড়যন্ত্র করে। বিগত সময় কমিটির যারা ছিলেন তারা সরকারি দলের সাথে আতাত করে চলতেন তাই তাদের কোন সমস্যা হতোনা কমিটি চলে যাওয়ার পর তাদের মাথায় আকাশ ভেঙে পরেছে কি করতে কি করবে কিছুই খুজে পাচ্ছেনা। রুপগঞ্জে সিদ্দিরগঞ্জ থেকে জেলার শীর্ষ নেতা হয়েও কর্মীদের মূল্যায়ন করতে পারেনেই যেটা গিয়াস খোকন প্রতিনিয়ত করে যাচ্ছে। এত চক্রান্ত করেও গিয়াস উদ্দিন ও গোলাম ফারুক খোকন এর জনপ্রিয়তা কমাতে পারেনেই তারা।
0 Comments