আজ সোমবার (১৭ এপ্রিল) ২৫ রমজান নারায়ণগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার এবং নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট হোসিয়ারী ব্যাবসায়ী মরহুম শেখ নিজাম আলম এর ২৯তম মৃত্যুবার্ষিকী।
মরহুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল এবং বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় ইফতারের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, মরহুম শেখ নিজাম আলম তার জীবদ্দশায় নব সন্ধানী চিকিৎসা প্রতিষ্ঠানের আজীবন সদস্য, লক্ষ্মী নারায়ণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পূণ:নির্মাণকারী, দেওভোগ মৎস্য খামার বহুমুখী সমবায় সমিতির সাবেক চেয়ারম্যান, নারায়ণগঞ্জ চিত্তবিনোদন সমিতির প্রতিষ্ঠাতা সদস্য, ঐতিহ্যবাহী দেওভোগ ক্লাবের পূণ:নির্মাণকারী ও সভাপতি এবং ৭১’র ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্য ছিলেন।
তিনি সর্বদা নিজেকে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে জড়িত রেখে সমাজসেবা করে গেছেন। তাছাড়া, সবচেয়ে বড় বিষয় হোসিয়ারী শিল্পের উন্নয়নে মরহুম শেখ নিজাম আলমের ছিল ব্যাপক ভূমিকা ও অবদান। যার ফলে হোসিয়ারী শিল্পে তার অবদানের কথা আজও মনে রেখেছেন এই শিল্পের ব্যবসায়ীরা। সৎ ও ন্যায়পরায়ণ মানুষ হিসেবে আজও নারায়ণগঞ্জের সকল শ্রেণী পেশার মানুষের কাছে সমাদৃত একটি নাম শেখ নিজাম আলম। তার সেই পথ অনুসরণ করে তার সন্তানরাও সমাজ সেবায় সুনামের সাথে কাজ করে যাচ্ছেন।
মরহুম শেখ নিজাম আলম সাহেব এর মৃত্যুবার্ষিকীতে তার ৪ ছেলে শেখ নাজমুল আলম সজল, শেখ মাহবুবুল আলম চঞ্চল, শেখ সাইফ উল আলম টুটুল ও শেখ সাফায়েত আলম সানি পিতার রুহের মাগফিরাত কামনা করে সকলের নিকট দোয়া কামনা করেছেন।
0 Comments