সেলিম ওসমানের পৃষ্ঠপোষকতায় ক্বিরআত প্রতিযোগীতার বাছাই পর্ব সম্পন্ন



নিজস্ব সংবাদদাতাঃ


নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমানের পৃষ্ঠপোষকতায় নাসিম ওসমান গোল্ড অ্যাওয়ার্ড ক্বিরআত প্রতিযোগীতা-২০২৩ এর বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। বাছাই পর্বে বন্দর উপজেলার ২৪টি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৭০জন শিক্ষাথর্ী প্রতিযোগীতার বাছাই অংশ নিয়েছে। বাছাই শেষে ১০জন প্রতিযোগী চুড়ান্ত পর্বের জন্য মনোনীত হয়েছে। আগামী ২৪ রমজানের দিন চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।


রোববার ৯ এপ্রিল বন্দরের নবীগঞ্জ এলাকায় অবস্থিত নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসার মিলনায়তনে সকাল থেকে বিকেল পর্যন্ত উক্ত বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। এমপি সেলিম ওসমানের পৃষ্ঠপোষকতায় উক্ত ক্বিরআত প্রতিযোগীতার আয়োজন করেন নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির সদস্য ও ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন।


বাছাই পর্বে উত্তর্ীণ হয়ে চুড়ান্ত পর্বে যাওয়া প্রতিযোগীরা হলেন, নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসার  হাফেজ শিক্ষার্থী ইসমাঈল, তারেক মিয়াজী, রাকিব, আবু রায়হান, রেদওয়ান, রিয়াজুল কোরআন হাফিজা মাদ্রাসার শিক্ষার্থী সিয়াম, আমিরাবাদ মারকাজুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থী  আবু সুফিয়ান, ও মাহফুজুর রহমান, আল মদিনা ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থী  মাহমুদ, তাজপুর দারুসুন্নাহ মাদ্রাসার শিক্ষার্থী রিয়ান।


বাছাই পর্বে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন আলহাজ্ব মাওলানা সোহরাব আলী, আলহাজ্ব মাওলানা মহসিন উদ্দিন, মাওলানা আব্দুস সোবহান, মাওলানা মফিজুল ইসলাম, হাফেজ সাদিকুর রহমান, হাফেজ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন আলহাজ্ব মাওলানা বদরুল আলম, আলহাজ্ব মাওলানা মুফতি সালাউদ্দিন সালাহী।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি ও বন্দর উপজেলার ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির সভাপতি মোদ্দাসেরুল হক দুলাল, সিনিয়র সহ সভাপতি আজিজুর রহমান বাদল, ধামগড় ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন, কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান সহ গন্যমান্য ব্যক্তিরা।


বাছাই শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশে শুধুমাত্র সরকারী ভাবেই ক্বিরআত প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়ে থাকে। ব্যক্তিগত উদ্যোগে এই প্রথম কোন ক্বিরআত প্রতিযোগীতা অনুষ্ঠিত হচ্ছে যার পৃষ্ঠপোষকতা করেছেন আমাদের সংসদ সদস্য সেলিম ওসমান। ওনার এই উদ্যোগের মাধ্যমে পবিত্র কোরআন এর পাখিদের জন্য একটি নতুন দ্বার উম্মোচন হয়েছে। আমরা সকলেই এমপি সেলিম ওসমানের সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করছি।

Post a Comment

0 Comments