আবু হাসান আপন নবীনগর ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের একাধিক স্থানে অবৈধ ড্রেজার দিয়ে চলছে অপরিকল্পিত ভাবে ফসলি জমির মাটি কাটা। এতে ফসলি জমি বিলীন হওয়ার পাশাপাশি নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। প্রতিনিয়ত কৃষি জমি থেকে মাটি উত্তোলন করছে স্থানীয় কিছু প্রভাবশালী চক্র।
সরেজমিনে দেখা যায়, শিবপুর কলেজ সংলগ্ন এলাকায় অপরিকল্পিত ভাবে ড্রেজার দিয়ে মাটি কাটার ফলে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। অপরিকল্পিত ভাবে গভীর খনন করার কারনে চারপাশের মাটি দেবে ভেঙে পড়ছে ড্রেজারের গর্তের মধ্যে। অভিযোগ রয়েছে মোহাম্মদ হোসেন,, শামীম আহমেদ দুদু,হাজী মোছা মিয়া,ড্রেজার মালিক ওয়ারুকের সাবেক মেম্বার মোশারফ সহ কয়েকজনের একটি চক্র বিভিন্ন এলাকায় জোর পূর্বক ড্রেজার মেশিন স্থাপন করে মাটি কেটে অন্যত্র বিক্রয় করে দিচ্ছে।
মাটি পরিবহনের জন্য মাইলের পর মাইল পাইপ সংযোগ দিয়ে চলছে পকুর কিংবা অন্য ফসলি জমি ভরাটের কাজ। অবৈধ ড্রেজিংয়ের কারণে ৫০-৬০ ফুট গভীর থেকে মাটি ও বালি উত্তোলনের কারণে আশ-পাশের তিন ফসলের জমিগুলো ডোবায় পরিণত হচ্ছে। এতে করে পরিবেশ ভারসম্য হারাচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি জানান প্রশাসনের লোকজন অভিযানে আসার আগেই মাটিখেকোরা টের পায়। মেশিনপত্র বন্ধ করে চলে যায়। প্রশাসনের লোকজন চলে গেলে তারা আবারো মাটি কাটার কাজ শুরু করেন।
অভিযুক্ত হোসেন খানের সঙ্গে আলাপকালে তিনি জানান, প্রশাসনকে ম্যানেজ করেই মাটি কাটছেন । একপর্যায়ে সাংবাদিকদের হুমকিদামকি প্রদান করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক জানান, অবৈধ ভাবে ড্রেজার দিয়ে মাটি কাটার বিষয়টি তিনি অবগত নন, দ্রুত এইবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
0 Comments